1/4
2/4
মিমি লিখেছেন, ''যদি খবরটা ভুল হতো ভালো হতো। কেরলের লোককে দোষ দেবেন না, তাঁরা হাতিটিকে আনারস খাওয়াননি। গ্রামবাসীরা সাধারণত শিকারিদের দূরে রাখার জন্য এটা করেন, কারণ, তাঁদের কাছে আর রাস্তা নেই। আমি যেভাবে ভুল করেছি, তা আমি জানি, তবে তাঁরা উদ্দেশ্যপূর্ণভাবে এটা করেননি। একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে সেই খবর ছড়িয়ে দেওয়া থেকে বিরত থাকুন, যেগুলি আপনারা প্রকৃত সত্য ছাড়াই শুনছেন। প্রেম ও শান্তি।
photos
TRENDING NOW
3/4
4/4
কেরলে যেভাবে নিরাপরাধ গর্ভবতী হাতিকে নৃশংসভাবে খুন করা হয়েছে তা সোশ্যাল মিডিয়ায় গর্জে ওঠেছেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। ''আমাদের চারপাশে এই দানবরা ঘুরে বেড়াচ্ছে। এদের মাথায় শয়তানের মতোই সিং থাকা উচিত। হাতিটি মাত্র ১৮-২০ মাস পরেই সন্তানের জন্মদিত। অথচ হাতিটি আহত হওয়ার পরও কাউকে পিষে দেয়নি। যন্ত্রণায় ছটফট করে নদীতে দাঁড়িয়েছিল।...যাঁরা এতটা নৃশংস হতে পারেন, তাঁরা কেউ মানুষই নন। এদের জন্য শুধু আইন নয়, আইন কার্যকর করা হোক, খারাপভাবে শাস্তি দেওয়া হোক। কারণ, এই দানবরা আইনকে ভয় পায় না।... ''
photos