এই মুহূর্তের সেরা স্পোর্টস বাইক, দেখে নিন তালিকা

Yamaha, KTM, Suzuki, TVS এর Bajaj-এর মডেলগুলির জনপ্রিয়তা দেখেই আরও বেশ কিছু বাইক প্রস্তুতকারক সংস্থা নতুন স্পোর্টস বাইক ভারতের বাজারে লঞ্চ করছে। 

Oct 09, 2020, 18:15 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: সময়ের সঙ্গে সঙ্গে বাইকারদের রুচি বদলেছে। কেউ যেমন ক্রুজ বাইক পছন্দ করেন। কারও আবার পছন্দ স্পোর্টস বাইক। গতি-থ্রিলের মিশেল। ভারতে ধীরে ধীরে স্পোর্টস বাইকের জনপ্রিয়তা আগের তুলনায় অনেকটাই বেড়েছে। ভারতীয় রাস্তা এবং জীবনযাত্রার মানের কথা মাথায় রাখলে দেখা যাবে যে সমস্ত বাইকের দাম ৪ লক্ষ টাকার মধ্যে রয়েছে সেগুলিই বেশি জনপ্রিয় হয়েছে। Yamaha, KTM, Suzuki, TVS এর Bajaj-এর মডেলগুলির জনপ্রিয়তা দেখেই আরও বেশ কিছু বাইক প্রস্তুতকারক সংস্থা নতুন স্পোর্টস বাইক ভারতের বাজারে লঞ্চ করছে।    TVS Apache RTR 200 4V: এই বাইকের শক্তিক্ষমতা ২০.২  hp এবং ১৬.৮ Nm। এটি  BS6 মডেল। Glide Through Technology (GTT) এর সঙ্গে ব্লু-টুথ ব্যবহার স্মার্টফোন ব্যবহার করতে পারবেন। দাম- ১.২৫ লাখ(এক্স- শোরুম) ।   

2/5

 KTM RC 125 and 125 Duke: ১২৫ সিসির লিকুইড কুলড সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন রয়েছে এই বাইকে। সিক্স স্পিড ট্রান্সমিশন ও এবিএস রয়েছে। দাম- ১.৪২ লাখ টাকা।

3/5

Suzuki Gixxer 150 SF: এটি ১৫৫ সিসির বাইক। ১৩.৪ এইচপি এবং ১৩.৮ এনএম এর শক্তি উৎপাদন করে ঝড়ের গতিতে ছুটবে এই বাইক। পাঁচ গতির ট্রান্সমিশনের সঙ্গে সংযুক্ত রয়েছে। দাম-১.১৪ লাখ। 

4/5

 Bajaj Pulsar RS 200: এই বাইকে রয়েছে ১৯৯.৫ সিসি লিকুইড কুলড সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন। যা ৯,৭৫০ আরপিএম এবং ২৪ এইচপি  শক্তি উৎপাদন করে ঝড়ের বেগে ছুটে যায়। ছয়টি গিয়ার রয়েছে। দাম: ১.৪৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

5/5

Yamaha R15: ১৫৫ সিসির ইঞ্জিন রয়েছে। লিকুইড কুলড সিঙ্গল-সিলিন্ডার রয়েছে। ১৯ hp এবং ১৪Nm এর শক্তি উৎপাদন করে ছুটে যাবে বাইকটি।  USBচার্জারের সঙ্গে স্লিপার ক্লাচ রয়েছে এই বাইকে। দাম-১.৪ লাখ