Dooars: জঙ্গল-পাহাড়ে দেখুন বর্ষার অপরূপ রূপ, সঙ্গে বোনাস ইলিশ-বোরোলি...

Tourists in Rainy Dooars: ইলিশ ও বোরোলি উৎসবে শামিল হতে পেরে খুশি পর্যটকরাও। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।

| Jul 16, 2023, 16:10 PM IST

অরূপ বসাক: বর্ষায় জঙ্গল বন্ধ থাকলেও এবার ডুয়ার্সে এসে পর্যটকরা স্বাদ নিতে পারবেন ইলিশ ও বোরোলির। মন্দ হবে না বেড়ানো। অন্তত রসনায় খামতি হবে না। বর্ষায় উত্তরবঙ্গের পর্যটকদের পাতে এবার দেখা যাবে ইলিশ ও বোরোলি মাছ। এমনই উদ্যোগ নিলেন স্থানীয় এক পর্যটন ব্যবসায়ী।

1/6

উৎসব

আজ, রবিবার স্থানীয় পর্যটনকেন্দ্র মূর্তি-সংলগ্ন বেসরকারি এক রিসর্টে ইলিশ ও বোরোলি মাছের উৎসবেরও আয়োজন হয়। 

2/6

মৎস্য মারিব খাইব সুখে

এক বেসরকারি সংস্থার উদ্যোগেই ওই আয়োজন হয়। স্থানীয় এক পর্যটন ব্যবসায়ী পিন্টু বকসি এর সঙ্গে জড়িয়ে।

3/6

পর্যটকরা ইলিশ ও বোরোলি

১৫ জুন থেকেই এই উৎসবের সূচনা হয়েছিল। মাঝে পঞ্চায়েত ভোটের জন্য কিছুদিন তা বন্ধ ছিল। রবিবার থেকে ফের তা চালু হল। পর্যটকরা ইলিশ ও বোরোলি মাছের স্বাদ নিতে পারবেন এখানে।  

4/6

বর্ষায় ডুয়ার্স

উদ্যোক্তাদের তরফে পিন্টু বকসি জানান, বর্ষায় জঙ্গল বন্ধ থাকলেও ডুয়ার্সের রূপ বর্ষাতেই যেন আরও সুন্দর হয়ে ওঠে। আর এই বর্ষা উপভোগ করতে ডুয়ার্সে এসে পর্যটকরা যাতে ইলিশ বোরোলির স্বাদ পেতে পারেন সেজন্যই এই উদ্যোগ।

5/6

পর্যটন

এদিনের এই ইলিশ ও বোরোলি উৎসবে শামিল হতে পেরে খুশি পর্যটকরাও। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। পর্যটন ব্যবসায়ী পিন্টু বকসির উদ্যোগ কে সাধুবাদ  জানিয়েছেন রিসর্ট মালিকদের সংগঠন।  

6/6

কম খরচেই

খুব কম খরচেই পর্যটকরা এই পরিষেবা পাবেন। পাশাপাশি এখান থেকে পাহাড়-সহ বিভিন্ন অফবিট এলাকায় ঘুরতেও পারবেন পর্যটকরা।