Tropical Cyclones: ভয়ংকর হয়ে উঠতে পারে দুই ঝড়? হাওয়ার বেগ হতে পারে ১৭০ কিমি প্রতি ঘণ্টা? জেনে নিন, 'রে', '০নাইনএফে'র হাল...

Tropical Cyclone Rae Tropical Depression 09F: 'জেলিয়া'! 'অ্যান্টনি'! 'আলফ্রেড'! এবার 'রে' '০৯এফ'! এগুলি কীসের নাম, জানেন? ঝড়ের। শেষদুটি এখনও ভয়ংকর হয়ে ওঠেনি। তবে, হওয়া শুধু সময়ের অপেক্ষা।

| Feb 24, 2025, 13:11 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঝড়ের যেন আর শেষ নেই। গরম পড়তে না পড়তেই ফের ঝড়ের প্রকোপ শুরু হয়ে গিয়েছে।  মহাসাগরের বুকে ঘনাচ্ছে নিম্নচাপ, ঝড়, ঝঞ্ঝা। 'জেলিয়া'! 'অ্যান্টনি'! 'আলফ্রেড'! এতেও নিস্তার নেই। এবার 'রে' '০৯এফ'! 

1/6

নিম্নচাপ থেকে ঝড়

ফিজি মেটিওরলজিক্যাল সার্ভিস মনে করছে 09F অচিরেই নিছক ডিপ্রেশন থেকে ক্য়াটেগরি-১ ঝড়ে রূপান্তরিত হবে! পরে এটি ক্য়াটেগরি-২ ঝড়েও পরিণত হতে পারে।

2/6

বৃষ্টিবাদল

এই ঝড়ের জেরে বিপুল বৃষ্টি হবে, বন্যাও হতে পারে। আজ, সোমবার রাত থেকে আগামীকাল সকালের মধ্যে 09F আছড়ে পড়তে পারে। 

3/6

ধ্বংস

এর জেরে যেসব নির্মাণ একটু দুর্বল সেগুলি ভেঙেচুরে যেতে পারে। উড়ন্ত ধ্বংসাবশেষ ডেকে আনতে পারে বড় বিপদ। একটু নীচু অঞ্চলগুলি প্লাবিত হয়ে যাবে। নদীগুলিতে আসতে পারে প্লাবন।

4/6

ক্যাটেগরি-২ গোত্রের ঘূর্ণিঝড়

অন্যদিকে সাইক্লোন রে এখন একটি ক্যাটেগরি-২ গোত্রের ঘূর্ণিঝড়। এটি অচিরেই সিভিয়ার ট্রপিক্যাল সাইক্লোনে পরিণত হতে পারে।

5/6

প্রবল বৃষ্টি, বজ্রপাত

আর ইতিমধ্যে এর জেরে হতে পারে প্রবল বৃষ্টি, বজ্রপাত। উত্তাল হতে পারে সমুদ্র। বইতে পারে ঝোড়ো হাওয়া।

6/6

১৭০ কিমি প্রতি ঘণ্টা!

এর মধ্যে একটি ডেসট্রাকটিভ হারিকেনও আসতে পারে। তখন চূড়ান্তে পৌঁছে যেতে পারে হাওয়ার গতি! তা হতে পারে ১৭০ কিমি প্রতি ঘণ্টাও!