Actor Shot at home: সইফকাণ্ডের ছায়া! নিজের বাড়িতেই গুলিবিদ্ধ ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা, গুরুতর আহত স্ত্রী...

Azizur Rahman Azad: রবিবার ঘটনাটি ঘটেছে ভোরবেলা। রান্নাঘরের গ্রিল কেটে ঘরে ঢুকে যায় একদম দুষ্কৃতী। অতর্কিতে হামলা করে গোটা পরিবারের উপর। দুষ্কৃতীদের কার্যসিদ্ধি না হওয়ায় চলে যাওয়ার সময়ে অভিনেতার পায়ে তিনটি গুলি করে তারা।

Feb 23, 2025, 18:27 PM IST
1/10

গুলিবিদ্ধ আজাদ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কিছুদিন আগে নিজের বাড়িতে ছুরিকাহত হয়েছিলেন সইফ আলি খান। এক দুষ্কৃতী ঢুকে পড়ে তাঁর ঘরে আর পরিবারকে বাঁচাতেই একাধিক কোপের শিকার হন অভিনেতা। এবার এই একই স্টাইলে রবিবার ঘটনাটি ঘটল বাংলাদেশের অভিনেতার উপর। 

2/10

গুলিবিদ্ধ আজাদ

আশুলিয়ার জিরাবোর নিজ বাড়িতে গুলিবিদ্ধ হলেন ছোট পর্দার অভিনেতা আজিজুর রহমান আজাদ। 

3/10

গুলিবিদ্ধ আজাদ

অভিনেতার ভগ্নিপতি ও নির্মাতা তপু খান বাংলাদেশের সংবাদমাধ্যমে জানান যে রবিবার ভোররাতে ডাকাতির উদ্দেশ্য বাড়িতে একদল দূর্বৃত্তকারী অভিনেতার বাড়িতে প্রবেশ করে। 

4/10

গুলিবিদ্ধ আজাদ

অতর্কিতে হামলা করে গোটা পরিবারের উপর। এই হামলার সময়েই গুলিবিদ্ধ হন অভিনেতা। অভিনেতার স্ত্রী ও মা দুজনেই গুরুতর আহত হন বলেও জানা গেছে। 

5/10

গুলিবিদ্ধ আজাদ

অভিনেতার ভগ্নিপতি ও নির্মাতা তপু খান বলেন, রবিবার ঘটনাটি ঘটেছে ভোরবেলা। 

6/10

গুলিবিদ্ধ আজাদ

কয়েকজন ডাকাত বাড়ির রান্নাঘরের গ্রিল কেটে ঘরে ঢুকে পড়ে। এরপর বাড়ির সবাই টের পেয়ে রান্নাঘরে গেলে সেসময় অভিনেতার স্ত্রীর মাথায় এবং তাঁর মায়ের পায়ে গুরুতরভাবে আঘাত লাগে। 

7/10

গুলিবিদ্ধ আজাদ

ডাকাতরা চলে যাওয়ার সময়ে আজাদের পায়ে তিনটি গুলি করে।

8/10

গুলিবিদ্ধ আজাদ

মা-স্ত্রীসহ অভিনেতা এখন ঢাকার উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। 

9/10

গুলিবিদ্ধ আজাদ

অভিনেতার জ্ঞান ফিরেছে বলেও খবর। হাসপাতালে অভিনেতার দেখাশোনা করছেন আরেক নির্মাতা আনিসুর রহমান রাজিব। জানা যায় আপাতত তাঁদের চিকিৎসা চলছে। 

10/10

গুলিবিদ্ধ আজাদ

আজাদের পায়ে তিনটি গুলি লাগে। তাঁর জ্ঞান ফিরেছে। আগের থেকে অনেকটাই ভালো আছে। তাঁর স্ত্রী এবং মায়েরও চিকিৎসা চলছে।