Road Accident: ভয়ংকর সংঘর্ষ! বেপরোয়া বাইকের মুখোমুখি ধাক্কা স্করপিও-র সঙ্গে, মৃত ২...

Krishnanagar: বেপোরয়া বাইক, স্করপিও গাড়িতে মুখোমুখি ধাক্কা। ভয়ংকর পথদুর্ঘটনায় প্রাণ হারালেন তরতাজা দুই যুবক।

Feb 05, 2025, 21:29 PM IST
1/5

অনুপ কুমার দাস: কৃষ্ণনগর নবদ্বীপ রাজ্য সড়কের ভালুকা- কানাইনগর এলাকায় ভয়ংকর পথদুর্ঘটনা। 

2/5

জানা যায়, মোটরবাইক ও স্করপিও মুখোমুখি সংঘর্ষ! ঘটনাস্থলেই মৃত ২ বাইক আরোহী।   

3/5

ঘটনায় মৃতদের উদ্ধার করে নবদ্বীপ থানার পুলিস। এলাকাবাসী এবং পুলিস সূত্রে খবর মৃত দুই বাইক আরোহী বেপোরায়া গতি নিয়ে স্করপিও গাড়িতে মুখোমুখি ধাক্কা মারে। 

4/5

তারপরেই ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের। 

5/5

পুলিস সূত্রে খবর, দুজনের বাড়িই মুকুন্দপুর সবজি বাজারে। মৃত দুই জনের নাম পরিচয়- উজ্জ্বল ভাদুড়ী (বয়স ২৮), এবংঅরুপ সেন (বয়স - ১৬)।