EXPLAINED | Rohit Sharma: অবসর থেকে ইউ টার্ন! কোন যাদুতে রোহিতের এই সিদ্ধান্ত? 'অখুশি' কোচ গম্ভীর...

EXPLAINED | Rohit Sharma: সেবার চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। চার বছর অন্তর এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, ৮ বছর পর আইসিসি-র (ICC) পরিচালনায় ফিরছে এই মেগা টুর্নামেন্ট।

Jan 12, 2025, 18:34 PM IST
1/6

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি

১৯ ফেব্রুয়ারি থেকে ০৯ মার্চ পর্যন্ত পাকিস্তান-দুবাই একসঙ্গে আয়োজন করছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025)। পাকিস্তানে ৫০ ওভারের আইসিসি-র টুর্নামেন্ট শেষবার হয়েছিল ২০১৭ সালে। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। চার বছর অন্তর এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, ৮ বছর পর আইসিসি-র (ICC) পরিচালনায় ফিরছে এই মেগা টুর্নামেন্ট। যা অনেকে মিনি বিশ্বকাপও বলে থাকেন। 

2/6

হিটম্য়ান

চূড়ান্ত খারাপ ফর্মে রয়েছেন রোহিত। ব্যাটে রান নেই প্রায় ৪-৫ মাস হয়ে গেল। বলতে গেলে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই খারাপ সময় কাটছে হিটম্য়ানের। 

3/6

গৌতম গম্ভীর

এরই মাঝে গৌতম গম্ভীরের সঙ্গেও নাকি তাঁর সম্পর্কও খুব একটা ভাল নেই বলেই খবর। সম্প্রতি BGT-তেও ১-৩ ব্যবধানে হারতে হয়েছে ভারতকে। 

4/6

রোহিত

সূত্রের খবর রোহিত সেখানেই একটু সময় চেয়ে নিয়ে ছিলেন। রোহিতের নাকি বুমরাকেই চেয়েছেন অধিনায়ক হিসেবে। 

5/6

দায়িত্বভার

সেই জল্পনার মাঝেই ফের আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্তই হয়ত ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) দায়িত্বভার সামলাবেন রোহিত শর্মা (Rohit Sharma)। 

6/6

'অখুশি'

সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, রোহিতের ওই অবস্থান বদলেই নাকি 'অখুশি' গম্ভীর!