ভারতে এবার আর হবে না! আমরা আইপিএল আয়োজন করতে চাই, বিসিসিআইকে জানাল এই দেশ
Jun 07, 2020, 13:44 PM IST
1/5
আইপিএল কি বাইরে!
এবার আর আইপিএল ভারতে হওয়ার আশা প্রায় নেই বললেই চলে। তবে বিসিসিআই ১০ জুন আইসিসি বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে। ওই মিটিংয়ে এবারের টি-২০ বিশ্বকাপে তারিখ ঠিক হতে পারে। যদি বিশ্বকাপ পিছিয়ে যায় তা হলে ওই উইন্ডো-তে আইপিএল আয়োজনের প্রস্তাব দিতে পারে বিসিসিআই।
2/5
আইপিএল কি বাইরে!
এরই মধ্যে সংযুক্ত আরব আমিরশাহী আইপিএল আয়োজনের ইচ্ছাপ্রকাশ করেছে। বিসিসিআই-এর কাছে এবারের আইপিএল আয়োজনের প্রস্তাব দিয়েছে তারা।
photos
TRENDING NOW
3/5
আইপিএল কি বাইরে!
এর আগেও দুবার বিদেশে আয়োজিত হয়েছে আইপিএল। ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় ও ২০১৪ সালে সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএল আয়োজন করা হয়েছিল।
4/5
আইপিএল কি বাইরে!
সংযুক্ত আরব আমিরশাহী ক্রিকেট সংস্থার মুবাস্সির উসমানি বলেছেন, ''এর আগেও আমরা আইপিএল আয়োজন করেছি। আমাদের এখানে সেই পরিকাঠামো রয়েছে। বিসিসিআই চাইলে আমরা আবার আইপিএল আয়োজন করতে চাই।''
5/5
আইপিএল কি বাইরে!
ইংল্যান্ড ক্রিকে বোর্ডের কাছেও প্রস্তাব পাঠিয়েছে সংযুক্ত আরব আমিরশাহীর ক্রিকেট সংস্থা। ইংলিস সিজনের বাকি ম্যাচগুলি ইসিবি চাইলে সংযুক্ত আরব আমিরশাহীতে আয়োজন করতে পারে বলে জানানো হয়েছে।