ভারতে এবার আর হবে না! আমরা আইপিএল আয়োজন করতে চাই, বিসিসিআইকে জানাল এই দেশ

Jun 07, 2020, 13:44 PM IST
1/5

আইপিএল কি বাইরে!

আইপিএল কি বাইরে!

এবার আর আইপিএল ভারতে হওয়ার আশা প্রায় নেই বললেই চলে। তবে বিসিসিআই ১০ জুন আইসিসি বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে। ওই মিটিংয়ে এবারের টি-২০ বিশ্বকাপে তারিখ ঠিক হতে পারে। যদি বিশ্বকাপ পিছিয়ে যায় তা হলে ওই উইন্ডো-তে আইপিএল আয়োজনের প্রস্তাব দিতে পারে বিসিসিআই।

2/5

আইপিএল কি বাইরে!

আইপিএল কি বাইরে!

এরই মধ্যে সংযুক্ত আরব আমিরশাহী আইপিএল আয়োজনের ইচ্ছাপ্রকাশ করেছে। বিসিসিআই-এর কাছে এবারের আইপিএল আয়োজনের প্রস্তাব দিয়েছে তারা।

3/5

আইপিএল কি বাইরে!

আইপিএল কি বাইরে!

এর আগেও দুবার বিদেশে আয়োজিত হয়েছে আইপিএল। ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় ও ২০১৪ সালে সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএল আয়োজন করা হয়েছিল।

4/5

আইপিএল কি বাইরে!

আইপিএল কি বাইরে!

সংযুক্ত আরব আমিরশাহী ক্রিকেট সংস্থার মুবাস্সির উসমানি বলেছেন, ''এর আগেও আমরা আইপিএল আয়োজন করেছি। আমাদের এখানে সেই পরিকাঠামো রয়েছে। বিসিসিআই চাইলে আমরা আবার আইপিএল আয়োজন করতে চাই।''

5/5

আইপিএল কি বাইরে!

আইপিএল কি বাইরে!

ইংল্যান্ড ক্রিকে বোর্ডের কাছেও প্রস্তাব পাঠিয়েছে সংযুক্ত আরব আমিরশাহীর ক্রিকেট সংস্থা। ইংলিস সিজনের বাকি ম্যাচগুলি ইসিবি চাইলে সংযুক্ত আরব আমিরশাহীতে আয়োজন করতে পারে বলে জানানো হয়েছে।