1/7
Budget 8
![Budget 8 এ বছরের বাজেট নিঃসন্দেহে এনডিএ সরকারের সামনে বড় চ্যালেঞ্জ। কারণ, ২০১৯ সালে আগামী লোকসভা ভোট, তার আগে এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট হতে চলেছে। ফলে, সরকারের সামনে জনতার আশা-আকাঙ্খার পাহাড়।](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/01/22/106427-modi-jaitley.jpg)
2/7
Budget 7
![Budget 7 ট্যাক্সে কত ছাড়, কাজের বাজার খুলবে কিনা, কৃষিক্ষেত্রে বড় কোনও ঘোষণা হবে কিনা, তাকিয়ে বহু মানুষ। জেনে নিন কি হতে পারে এই পাঁচটি ক্ষেত্রে-](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/01/22/106425-photo-3-bedget-session.jpg)
photos
TRENDING NOW
3/7
Budget 6
![Budget 6 আয়করে ছাড় দেওয়া হবে কিনা তা নিয়ে স্বাভাবিকভাবেই বহু প্রশ্ন রয়েছে সাধারণ মানুষের মধ্যে। মনে করা হচ্ছে এবার আয়করে ছাড় ২.৫ লাখ থেকে বাড়িয়ে ৩ লাখ করা হতে পারে। কোনও কোনও মহল থেকে ৫ লাখ টাকা পর্যন্ত আয়কর ছাড় দেওয়ার কথা বলা হচ্ছে।](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/01/22/106424-it-1111.jpg)
4/7
Budget 5
![Budget 5 মনে করা হচ্ছে, ২০১৮-১৯ সালের বাজেটে কৃষির উপরে জোর দেবে মোদী সরকার। একথা জানিয়েছেন স্বয়ং অরুণ জেটলি। সেন্ট্রাল স্যাটিসটিক্যাল অফিস-এর একটি পরিসংখ্যান অনুযায়ী, কৃষিক্ষেত্রে উন্নতি না করতে পারলে দেশের আর্থিক বৃদ্ধি অনেকটাই নেমে যেতে পারে। ফলে কৃষিক্ষেত্রে সারে ভর্তুকি বা বড় কোনও ঘোষণা হতে পারে।](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/01/22/106423-agreculture-222222.jpg)
5/7
Budget 4
![Budget 4 পরিকাঠামে ক্ষেত্রে এবার যথেষ্ট জোর দিচ্ছে কেন্দ্র। কেন্দ্রীয় ইকোনমিক অ্যাফেয়ার সেক্রেটারি সুভাষ গর্গ সম্প্রতি বলেছেন, এবার বাজেটে পরিকাঠামো উন্নয়নের উপরে জোর দেওয়া হবে। ফলে অনুমান, এক্ষেত্রে বিদেশি বিনোয়োগ আনার উপরেও গুরুত্ব দেবে কেন্দ্র। রেলপথ বাড়ানো, ট্রেনের মান বাড়ানো, বুলেট ট্রেনের উপরেও জোর দিতে পারে সরকার।](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/01/22/106422-infrastructure-333333.jpg)
পরিকাঠামে ক্ষেত্রে এবার যথেষ্ট জোর দিচ্ছে কেন্দ্র। কেন্দ্রীয় ইকোনমিক অ্যাফেয়ার সেক্রেটারি সুভাষ গর্গ সম্প্রতি বলেছেন, এবার বাজেটে পরিকাঠামো উন্নয়নের উপরে জোর দেওয়া হবে। ফলে অনুমান, এক্ষেত্রে বিদেশি বিনোয়োগ আনার উপরেও গুরুত্ব দেবে কেন্দ্র। রেলপথ বাড়ানো, ট্রেনের মান বাড়ানো, বুলেট ট্রেনের উপরেও জোর দিতে পারে সরকার।
6/7
Budget 3
![Budget 3 এবার বাজেটে কর্মসংস্থানের উপরে জোর দিতেই হবে প্রধানমন্ত্রী মোদীকে। ফলে এবার বাজেট বক্তৃতায় কাজের বাজার তৈরি করার উপরে জোর দিতে পারেন জেটলি। সূত্রের খবর, এবার বাজেটে সরকার ন্যাশনাল এমপ্লয়মেন্ট পলিসি ঘোষণা করতে পারে।](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/01/22/106421-c-tax-5555.jpg)
7/7
Budget 2
![Budget 2 শিল্পক্ষেত্রে করের বোঝা লাঘব না করলে সমস্যায় পড়তে পারে কেন্দ্র। ফলে এবার বাজেটে কর্পোরেট ট্যাক্সের উপরে জোর দিচ্ছে সরকার। ২০১৫ সালের বাজেটে কর্পোরেট ট্যাক্স ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৪ শতাংশ করার প্রস্তাব দিয়েছিলেন অরুণ জেটলি। এবার সেই কথা রাখার সময়।](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/01/22/106420-conclusion.jpg)
photos