Visva Bharati University: সোশ্যাল মিডিয়ায় ছাত্রীর পোস্ট ভাইরাল, অনশনে বসলেন বিশ্বভারতীর উপাচার্য

Aug 14, 2023, 13:53 PM IST
1/5

অনশন ও ধরনায় বসলেন বিশ্বভারতীর উপাচার্য অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তী। বিশ্বভারতীর সংগীত ভবনের মূল মঞ্চে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কর্মীদের নিয়ে অনশন ও ধরনায় বসেছেন উপাচার্য।  

2/5

সকাল ন'টা থেকে শুরু হয়েছে কর্মসূচি চলবে বিকাল পর্যন্ত।

3/5

বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অধ্যাপিকা মহুয়া বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যাদবপুরকাণ্ডের পর সমাজ মাধ্যমে একটি পোস্ট হয়েছে। যেখানে মানসিক এবং শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন এক ছাত্রী। এমন তথ্য তুলে ধরা হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। এটি সংবাদপত্রে প্রকাশিত হয়। খুব স্বাভাবিকভাবেই বিশ্বভারতী পরিবার কলুষিত হয়েছে। তারই প্রতিবাদে উপাচার্যের এই অনশন এবং ধরনা কর্মসূচি।

4/5

সংবাদমাধ্যমকে সঙ্গীত ভাবনের ভেতরে প্রবেশ করতে দেওয়া হছে না।। গেট আটকে রেখেছেন নিরাপত্তাকর্মীরা।

5/5

সোশ্য়াল মিডিয়ায় বিশ্বভারতীর একটি গ্ৰুপ রয়েছে যেখানে নাম, পরিচয় উল্লেখ না করে পোস্ট করা যায়। সেখানেই একজন ছাত্রী নাম পরিচয় উল্লেখ না করে সঙ্গীতভাবনের অধ্যাপকদের বিরুদ্ধে শারীরিক ও মানসিক অত্যাচার করার অভিযোগ এনে পোস্ট করেন। তার পরিপেক্ষিতেই এই ঘটনা।