Ladakh | Hanle: এমন জায়গায় যেতে চান, যেখানে তারা আপনাকে হাতছানি দিয়ে ডাকবে? তাহলে আসুন এই গ্রামে...

Ladakh | Hanle: এই গ্রামে সত্যিই তারারা আপনাকে হাত নেড়ে ডাকবে। এই ছোট্ট গ্রামটিতে মাত্র ১০০০ জন লোক থাকে এবং রয়েছে চারপাশে মনোরম পরিবেশ! পাহাড়ের উপরে অবস্থিত একটি মঠও রয়েছে। চারপাশের দৃশ্য আপনাকে মুগ্ধ করে দেবে। ৪৫০০ মিটার উচ্চতায় ভারতের সর্বোচ্চ মানমন্দিরও রয়েছে এখানে, এছাড়াও রয়েছে - ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি!  

| Jan 21, 2025, 12:26 PM IST
1/9

মহাজাগতিক তারা

কখনো কি ভেবেছেন এমন এক জায়গার কথা যেখানে মহাজাগতিক তারাদের মেলা আপনাকে হাত বাড়িয়ে আহ্বান জানাবে? যদি এই অভিজ্ঞতার সাক্ষী হতে চান তবে ঘুরে আসুন লাদাখের হানলে গ্রামে।   

2/9

হানলে

১৪,০০০ ফুট উচ্চতায় অবস্থিত এই গ্রাম আপনাকে নিয়ে যাবে এমন এক জগতে, যেখানে পাহাড়, নদী, নীল আকাশ, আর অগণিত তারার মেলা আপনাকে না ভোলার মত এক অনুভূতি দেবে। 

3/9

লাদাখ

লাদাখের ছাংথাং ভ্যালীর এক অনন্য এবং অপূর্ব গ্রাম এই হানলে যার প্রাকৃতিক শোভা কথায় লিখে বর্ণনা করা সম্ভব না। এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চাইলে হানলে গ্রামের প্রত্যেকটি অপূর্ব জায়গা খুব সহজেই ছুটির দিনের হলিডে লিস্টে যোগ করতে পারেন।   

4/9

ডার্ক স্কাই রিজার্ভ

লাদাখের এই স্থানকে ভারতের ডার্ক স্কাই রিজার্ভও বলা হয়ে থাকে। 

5/9

হানলে

হানলে গ্রামে দূষণ একেবারেই না থাকার মত তাই বছরের বেশিরভাগ সময় দেখা মেলে রাতের ঝকঝকে পরিষ্কার আকাশ। 

6/9

হানলে স্পেস অবজারভেটরি

আর এখানেই রয়েছে বিশ্বের অন্যতম উঁচু দূরবীক্ষণ গবেষণাগার (হানলে স্পেস অবজারভেটরি) যা পরিচিত ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি (IAO) নামে।  

7/9

দূষণমুক্ত আকাশ

তবে এই অবজারভেটরি ঘুরে দেখা গেলেও ব্যবহার করা অনুমতি পাবেন না। এখানে দূষণমুক্ত আকাশ আর রাতের অসংখ্য তারাদের ভিড় আপনার কাছে হানলের অভিজ্ঞতা স্বপ্নময় হয়ে থাকবে। 

8/9

বৌদ্ধ মঠ

পাশাপাশি দেখতে পাবেন প্রায় ৪০০ বছরের পুরনো বিখ্যাত হানলে মনেস্ট্রির। পাহাড়ের চূড়ায় অবস্থিত প্রাচীন এই বৌদ্ধ মঠের অত্যন্ত সুন্দর তিব্বতি কারুকার্য আর স্থানটির প্রাকৃতিক সৌন্দর্য একেবারে দেখার মত। 

9/9

মনেস্ট্রি

মনেস্ট্রির চূড়া থেকে দেখা চারপাশে বিস্তৃত পাহাড়, নদী উপত্যকা, এবং হানলে গ্রাম আপনার চোখে এক অপূর্ব সৌন্দর্যের ছবি আঁকে। তবে এই গ্রামে কেবল শুধুমাত্র BSNLএর Network-ই পাওয়া যায় ।