উষ্ণায়নের ফলে দিন দিন বাড়ছে সমুদ্রে জলস্তর। ফলে উপকূলবর্তী এলাকাগুলি এখন সরু সুতোর ওপরে দাঁড়িয়ে। কিন্তু কতটা ক্ষতি হতে পারে ভারতের।
2/5
S 4
শুক্রবার কেন্দ্র জানিয়েছে, এই শতাব্দির শেষে ভারতের উপকূলবর্তী এলাকায় সমুদ্রের জলস্তর বাড়তে পারে ২.৮ ফুট পর্যন্ত। ফলে ভারতের পশ্চিমতটে মুম্বইয়ের বিপদ আসন্ন। পাশাপাশি দেশের পূর্ব উপকূলের ব-দ্বীপগুলিও জলমগ্ন হতে পারে।
photos
TRENDING NOW
3/5
S 3
হায়দরাবাদে অবস্থিত ন্যাশনাল সেন্টার ফর ওসেন ইনফরমেশন সার্ভিস-এর সমীক্ষা রিপোর্টের ওপরে ভিত্তি করে কেন্দ্র লোকসভায় জানিয়েছে, মুম্বই, কাম্বাত, কচ্ছ, কোঙ্কন উপকূল ও দক্ষিণ কেরলের একটি বড় অংশের প্রবল ক্ষতি হতে পারে।
4/5
S 2
সমুদ্রের জলস্তর বাড়ার ফলে বহু মানুষ ঘরছাড়া হবে বলেন বলা হচ্ছে ওই সমীক্ষায়। ২০৫০ সালের মধ্য দক্ষিণ ভারতে প্রবল জলকষ্ট দেখা দেবে। নষ্ট হবে চাষের জমি।
5/5
s 1
জলস্তর বাড়ার ফলে প্রব ক্ষতিগ্রস্থ হবে গঙ্গা, কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, মহানদীর অববাহিকায় থাকা মানুষজন।