'দিদির বাঁ পায়ে চোট লেগেছে। তবে অবস্থা এখন স্থিতিশীল। যা হয়েছে তার উত্তর ২ মে পাওয়া যাবে।' মমতা বন্দ্যোপাধ্যায়ের চোট নিয়ে এভাবেই সরব হলেন কাঞ্চন মল্লিক।
2/8
এবার উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন কাঞ্চন মল্লিক। উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী পদ ঘোষণার পর প্রচারে বের হন কাঞ্চন। সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের চোট নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান তৃণমূল কংগ্রেসের এই তারকা প্রার্থী
photos
TRENDING NOW
3/8
কাঞ্চন বলেন, হাসপাতালে ভর্তি হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি দেখে এসেছেন। সারা বাংলা সব দেখছে। যাঁরা এই ঘটনা নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন, আগামী ২ মে তাঁরা জবাব পেয়ে যাবেন
4/8
বৃহস্পতিবার সকালে উত্তরপাড়া মুক্তকেশী কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন কাঞ্চন মল্লিক।
5/8
প্রচারে বেরিয়ে উত্তরপাড়া পুরসভার ১৬ থেকে ১৯ ওয়ার্ড এলাকায় ঘোরেন কাঞ্চন মল্লিক। বাসিন্দা থেকে এলাকার ব্যবসায়ীদের সঙ্গে দেখা করে প্রচার করেন টলিউডের এই তারকা প্রার্থী
চোট লাগার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ফুলে যায়। এরপর নন্দীগ্রাম থেকে কলকাতায় নিয়ে এসে এসএসকেএমে ভর্তি করা হয় মুখ্যমন্ত্রীকে।
8/8
ওই ঘটনার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক মহলের তরফে প্রতিক্রিয়া জানানো হয়। মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে চোট পেলেন, তার বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল কংগ্রেস। এ বিষয়ে কমিশন নিরপেক্ষ ভূমিকা নিক বলেও দাবি জানান পার্থ চট্টোপাধ্যায়