৪৩ লক্ষ টাকা দামের মার্সিডিজ বেঞ্জের মালিক, ব্যাঙ্ক ঋণে জর্জরিত Sayantika

Mar 29, 2021, 20:52 PM IST
1/12

বাঁকুড়া বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে লড়ছেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। মনোনয়ন পত্র জমা দেওয়ার সঙ্গে নিয়ম নেমে হলফনামায় সম্পত্তির পরিমাণ দাখিল করেছেন সায়ন্তিকা। যা দেখলে আপনারও চোখ কপালে উঠবে। 

2/12

দেখা যাচ্ছে একাধিক ব্যাঙ্ক থেকে নেওয়া ঋণে একপ্রকার জর্জরিত বাঁকুড়ার প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

3/12

সায়ন্তিকার জমা দেওয়া হলফ নামা অনুযায়ী, ২০১৬-১৭ সালে সায়ন্তিকার আয়ের পরিমাণ ছিল ১৬ লক্ষ ৫৩ হাজার ৯৮০ টাকা।  ২০১৭-১৮-তে অর্থবর্ষে ১৭ লক্ষ ৫০ হাজার ৫২০ টাকা। ২০১৮-১৯ অর্থবর্ষে আয় ৩৯ লক্ষ ৬৯ হাজার ৯০ টাকা। ২০১৯-২০ অর্থবর্ষে আয় ২২ লক্ষ ৮৫ হাজার ১৮০ টাকা। ২০২০-২১ শেষ অর্থবর্ষে নিজের আয়ের পরিমাণ ১১ লক্ষ ১৫ হাজার ৬০ টাকা দেখিয়েছেন সায়ন্তিকা।  

4/12

সায়ন্তিকার জমা দেওয়া হলফনামা থেকে জানা যাচ্ছে, বিভিন্ন বেসরকারি ব্যাঙ্কে তাঁর মোট ৮টি অ্যাকাউন্ট রয়েছে। 

5/12

হলফনামায় দেখা যাচ্ছে, বিভিন্ন ব্যাঙ্কে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের নামে একাধিক ঋণ নেওয়া রয়েছে।  ICICI- ব্যাঙ্কে সায়ন্তিকার নেওয়া ১৪ হাজার ৯৭ টাকার একটি পার্সোনাল লোন রয়েছে। 

6/12

জানা যাচ্ছে, সায়ন্তিকা একটি মার্সেডিজ বেঞ্জ কিনেছিলেন, যার দাম ৪৩ লক্ষ, ৫৬ হাজার, ৪৩৬ টাকা। এই গাড়ি কেনার সময় ব্যাঙ্ক থেকে ঋণ নিতে হয় সায়ন্তিকাকে। 

7/12

HDFC- ব্যাঙ্কে সায়ন্তিকার নামে ১৯ লক্ষ ৯১ হাজার ৮৯১ টাকার কার লোন রয়েছে।

8/12

HDFC- ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে ৪ লক্ষ ৫৪ হাজার ৯৩৩ এবং অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে ১ লক্ষ ৪৩ হাজার টাকা ৩৯৭ টাকা ধার রয়েছে সায়ন্তিকার।

9/12

১ লক্ষ ২৩ হাজার ৪৩৬ টাকার গয়না রয়েছে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের।

10/12

সায়ন্তিকার নগদ টাকার পরিমাণ ৪৩ হাজার, ১২৭ টাকা।  বন্ধন ব্যাঙ্কে ৩৪ হাজার ৭৯৬ টাকা ও ICICI ব্যাঙ্কে ২৭৭ টাকা রয়েছে ।

11/12

বাঁকুড়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিকার নিজের নামে কোনও বাড়ি নেই।

12/12

সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে রাষ্ট্র বিজ্ঞানে অনার্স করেন সায়ন্তিকা।