Home Image: 
Kalyan Banerjee: 'কেউ কোনও ফ্যাক্টর নয়, এবার বাউন্ডারি হাঁকাব', দোলের রঙে রঙিন কল্যাণ!
Domain: 
Bengali
Section: 
Home Title: 

'কেউ কোনও ফ্যাক্টর নয়, এবার বাউন্ডারি হাঁকাব', দোলের রঙে রঙিন কল্যাণ!

 

English Title: 
WB Loksabha Election 2024 Serampore TMC candidate Kalyan Banerjee playing Holi
Slide Photos: 
Kalyan Banerjee playing Holi

বাপি লাহিড়ী হেরেছে। গতবার দেবজিৎ সরকার হেরেছে। এবার লাল গেরুয়া সব হারবে। আইএসএফ বা ফুরফুরা কোনও সমস্যা হবে না।

Kalyan Banerjee playing Holi

এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, বিরোধীদের সম্বন্ধে কিছু বলব না। ২০০৯ সাল থেকে সিপিএম-কে হারিয়েছি। 

 

Kalyan Banerjee playing Holi

এবারে বাউন্ডারি হাঁকাব। বিরোধীরা কোনও ফ্যাক্টর হবে না। প্রসঙ্গত শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন জামাই কবীর শঙ্কর বসুকে।

 

Kalyan Banerjee playing Holi

পথে বহু মানুষের সঙ্গে রং খেলেন। ছোটোদের হাতে পিচকারি ও রং তুলে দেন। কল্যাণ বলেন,গতবার হ্যাটট্রিক করেছি। 

 

Kalyan Banerjee playing Holi

বটতলায় জুটমিলের শ্রমিক মহল্লায় গিয়ে তিরুপতি পুজোয় যোগ দেন। সেখান থেকে চাতরা দোল মন্দিরেও যান তিনি। 

 

Kalyan Banerjee playing Holi

প্রতিবারই তিনি শ্রীরামপুরে বসন্তে উৎসবে সামিল হন দলীয় কর্মীদের নিয়ে। শ্রীরামপুর রাধাবল্লভ মন্দিরে পুজো দিয়ে পদযাত্রা করেন।

 

Kalyan Banerjee playing Holi

দোলের দিন এভাবেই জনসংযোগ করে বিরোধীদের বার্তা দিলেন, কেউ ফ্যাক্টর না।

 

Kalyan Banerjee playing Holi

বিধান সরকার: নিজে মাখলেন, অন্যদেরও মাখালেন। দোলের রঙে রঙিন হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 

 

Publish Later: 
No
Publish At: 
Monday, March 25, 2024 - 11:40
Mobile Title: 
'কেউ কোনও ফ্যাক্টর নয়, এবার বাউন্ডারি হাঁকাব', দোলের রঙে রঙিন কল্যাণ!
Facebook Instant Gallery Article: 
No