নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের গেরোয় ভরা বসন্তেও ভিজছে বাংলা, বৃষ্টিতে কি মাটি হবে দোল?

Mar 08, 2020, 10:40 AM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা। সঙ্গে অসমের ওপর অবস্থিত ঘূর্ণাবর্ত। দুয়ের গেরোয় ভরা বসন্তেও ভিজছে বাংলা। দোলের আগের দিনও বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গে।  

2/5

রাতের পর সকালেও পশলায় বর্ষণ কলকাতা-সহ জেলায় জেলায়। কাল পরিস্থিতির উন্নতির পূর্বাভাস হাওয়া অফিসের।

3/5

আগামিকাল রবিবার থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে। সোমবার, মঙ্গলবার দোল, হোলিতে আবহাওয়া পরিস্কার থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। 

4/5

মঙ্গলবার রাতের দিকে পশ্চিমের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা। রবিবার থেকেই পূবালী হাওয়ার দাপট কমবে। উত্তর-পশ্চিম হাওয়া সক্রিয় হবে। সকাল রাতের দিকে হালকা ঠান্ডা ভাব ফিরতে পারে।

5/5

নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার ঢুকছে ১০ই মার্চ মঙ্গলবার রাতে জম্মু-কাশ্মীরে। এর প্রভাবে আবারও উত্তর-পশ্চিম ভারতের আবহাওয়া পরিবর্তন হবে।