Home Image: 
বৃষ্টি থামলেই নামবে পারদ, আরও কমবে তাপমাত্রা
Domain: 
Bengali
Home Title: 

বৃষ্টি থামলেই নামবে পারদ, আরও কমবে তাপমাত্রা

English Title: 
Weather forecast: temperature will fall down more in South Bengal
Slide Photos: 

আর্দ্র বাতাস ও পশ্চিমী ঝঞ্ঝার সংঘাতে এরপর ২ ও ৩ জানুয়ারি দক্ষিণবঙ্গে ফের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ৩ জানুয়ারি বৃষ্টিপাতের পরিমাণ বেশি হবে।

তবে পূর্বাভাস বলছে, নতুন বছরের শুরুতে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১ জানুয়ারি দক্ষিণবঙ্গের আকাশে হাল্কা মেঘ থাকবে।

শুক্রবার বেলা বাড়লে ধীরে ধীরে আকাশ পরিষ্কার হবে। তারপরই শুক্রবার রাত্রে তাপমাত্রার পারদ ফের ১১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যেতে পারে।

 

আজ সারাদিনই কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে। রাত বাড়লে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি সম্ভাবনা রয়েছে।

নিজস্ব প্রতিবেদন : বৃষ্টি থামলেই জাঁকিয়ে শীত নামতে চলেছে দক্ষিণবঙ্গে।

 

Publish Later: 
No
Publish At: 
Thursday, December 26, 2019 - 18:25
Mobile Title: 
বৃষ্টি থামলেই নামবে পারদ, আরও কমবে তাপমাত্রা
Facebook Instant Gallery Article: 
No