৭২ ঘণ্টার মধ্যেই বর্ষা! আজ উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হলেও হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গের

Jun 10, 2020, 13:56 PM IST
1/7

অয়ন ঘোষাল: উত্তরবঙ্গে ভারী, দক্ষিণবঙ্গে সামান্য। এমনই বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। বুধবার উত্তরবঙ্গের দুই জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। 

2/7

আলিপুরদুয়ার ও কোচবিহারে আগামী ২৪ ঘণ্টায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কোচবিহার, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস।

3/7

বৃষ্টির জেরে উত্তরবঙ্গ হাঁফ ছাড়লেও, রেহাই নেই দক্ষিণবঙ্গের। বাতাসে জলীয়বাস্প বেশি থাকায় চরম আদ্রতায় হাঁসফাঁস পরিস্থিতি তৈরি হতে পারে।

4/7

আবহাওয়া দফতর জানাচ্ছে, আদ্রতা জনিত কারণে অস্বস্তি বাড়বে দক্ষিণবঙ্গে। আংশিক মেঘলা থাকবে কলকাতায়। কয়েকটি জেলায় বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একটু হলেও স্বস্তির খবর শুক্রবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। 

5/7

সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৯ ডিগ্রি। জলীয় বাস্পের পরিমাণ ৫৬ থেকে ৯৩ শতাংশ। বৃষ্টি হয়নি কলকাতায়।

6/7

বর্ষা সঠিক সময়ে আসার কথা। সক্রিয় রয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। মৌসুমী বায়ুর একটি অংশ উত্তর বঙ্গোপসাগরে ঢুকে পড়েছে। মায়ানমারের কিছু অংশে প্রবেশ করেছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। এরপর উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির মধ্যে দিয়ে উত্তরবঙ্গে প্রবেশ করবে মৌসুমী বায়ু। 

7/7

অন্যদিকে মহারাষ্ট্র, কর্ণাটক তেলেঙ্গানা হয়ে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত এগিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আরেকটি অংশ। ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে ওড়িশা ও পশ্চিমবঙ্গে প্রবেশ করবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু অর্থাৎ বর্ষা এমনটাই অনুমান আবহাওয়াবিদদের।