Home Image: 
‘একটা একটা করে চুমু খাবো, আর একটা একটা করে আলো নিভে যাবে...’
Domain: 
Bengali
Home Title: 

‘একটা একটা করে চুমু খাবো, আর একটা একটা করে আলো নিভে যাবে...’

English Title: 
Web series 'Charitraheen' is a bold move
Slide Photos: 

যে প্রেমিকার থেকে দাগা খেয়েছিস তাঁর কথা ভাবছিস? না, আমি ভাবছি আমার বাবা তোর সঙ্গে শুয়েছে কি না!

 

 

 

 

 

 

ক্ষত না হলে আদর কীসের...

আমাকে নিয়ে নেশা কর।

একটুতেই খাড়া হয়ে গেল, তাই তো? এবার সেক্স চাই! আমাকে বেশ্যা মনে হয় আপনার?

আমরা একটা একটা করে চুমু খাবো, আর একটা একটা করে আলো নিভে যাবে...

এই ছবির ট্রেলর লঞ্চ হয়েছিল গত মাসের ২২ তারিখ। যা ইতিমধ্যই ভাইরাল। এই ছবির সংলাপ এখন টিনেজদের চর্চার কেন্দ্র বিন্দুতে। একে একে শুনুন সেই সংলাপ।

শরত্চন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের ওপর ভিত্তি করেই এই ছবি বানিয়েছে এসভিএফ। যার চিত্রনাট্য লিখেছেন দেবালয় ভট্টাচার্য ও কল্লোল লাহিড়ী। অভিনয়ে রয়েছেন নয়না, গৌরব, অভিষেক, সৌরভ, শ্রীতমা ও সায়নীর মতো অভিনেতা-অভিনেত্রীরা।

হৈচৈ অরিজিনাল ওয়েব সিরিজ প্রযোজিত স্বল্প দৈর্ঘের ছবি ‘ চরিত্রহীন’ নিয়ে সরগরম সোশ্যাল দুনিয়া। 

Publish Later: 
No
Publish At: 
Wednesday, October 3, 2018 - 09:31
Mobile Title: 
‘একটা একটা করে চুমু খাবো, আর একটা একটা করে আলো নিভে যাবে...’