এবার বিশ্বসেরার দাবিদার মমতার ‘উত্কর্ষ বাংলা’ ও ‘সবুজ সাথী’

Feb 20, 2019, 14:21 PM IST
1/6

কয়েক বছর আগে রাষ্ট্রসংঘের পুরস্কার পেয়েছিল রাজ্য সরকারের প্রকল্প "কন্যাশ্রী’।  আবারও রাজ্যের  মুকুটে  নতুন পালক। এবার রাষ্ট্রসংঘের পুরস্কার পেতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের দু’দুটি প্রকল্প।  কর্মহীন তরুণ সমাজকে কাজের উপযোগী করে তোলার লক্ষ্যে তিন বছর আগে ‘উত্কর্ষ বাংলা’ প্রকল্পের পথ চলা শুরু।

2/6

 "উত্কর্ষ বাংলা’ও "সবুজ সাথী’- এই দুটি প্রকল্প এবার রাষ্ট্রসংঘের পুরস্কার পেতে চলেছে।

3/6

 বিশ্বের বিভিন্ন দেশের মোট ১১৪০ টি প্রকল্পের মধ্যে ভোট হয়।  মোট ভোটার ছিলেন ২০ লক্ষ। এই ভোটের পরে প্রাথমিকভাবে প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে ‘উত্কর্ষ বাংলা' ও ‘সবুজ সাথী'।

4/6

 আগামী ৯ এপ্রিল ‘জেনিভা'-তে পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হবে।

5/6

রাজ্য সরকার আশাবাদী,  ‘ উত্কর্ষ বাংলা’ ও  ‘সবুজ সাথী’ প্রকল্প ‌ রাষ্ট্রসংঘের প্রথম ও দ্বিতীয় পুরস্কার পাবে।

6/6

‘উত্কর্ষ বাংলা’ কী?  এই প্রকল্পে সরকারি উদ্যোগে ২৩ টি পেশার ওপর প্রশিক্ষণের ব্যবস্থা করে কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ দফতর।  ৩ বছরের মধ্যেই ব্লকে ব্লকে পৌঁছে দেওয়া হয় প্রকল্পটি। ইতিমধ্যে প্রায় সাড়ে ৪ লক্ষ কর্মহীন মানুষকে এই প্রকল্পে টেলারিং, ওয়ারিং, প্লামবিংয়ের কাজে অত্যাধুনিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।  তাঁদের অনেকেই একন সাবলম্বী।