ইয়াসের দাপটে অগ্নিমূল্য বাজার! নাভিশ্বাস মধ্যবিত্তের

May 29, 2021, 11:28 AM IST
1/6

ইয়াসের তাণ্ডবে অগ্নিমূল্য বাজার। সবজির দাম আকাশছোঁয়া। শিয়ালদা কোলে মার্কেট থেকে কলকাতার বিভিন্ন বাজারে পেঁয়াজ থেকে শাকসবজি সব কিছুরই দাম বেড়েছে। 

2/6

১০  টাকা থেকে বেড়ে ২০  টাকা কেজি হয়েছে পটল। পেঁয়াজ ২০-২৪ থেকে বেড়ে ২৮-৩০ টাকা কেজি।  কেজি প্রতি বেগুনের দাম বেড়ে হয়েছে ৩৬ টাকা। 

3/6

ব্যাবসায়ীরা বলছেন, ঝড়ের দাপটে সমস্ত শাকসবজির দাম ১০  থেকে ১৫ টাকা বেড়ে গিয়েছে। আগামী দিনে আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করছেন তাঁরা। 

4/6

কাঁচালঙ্কা ৩৮-৪০ টাকা  থেকে বেড়ে একলাফে ৫০ টাকা। টমেটো ২০ টাকা থেকে বেড়ে ৩০ টাকা। উচ্ছেও পৌঁছেছে ৪০ টাকা প্রতি কেজিতে। 

5/6

একই সঙ্গে ব্যবসায়ীরা বলছেন, শহরের অন্যান বাজারে খুচরো হিসেবে এই সবজির দাম আরও বেশি।

6/6

ঝড়ের ফলে এমনিতেই ক্ষয়-ক্ষতির পরিমাণ বেড়েছ। তার উপর সবজির অত্যাধিক মূ্ল্যবৃদ্ধিতে চিন্তার ভাঁজ মধ্যবিত্তের কপালে।