কাকে বলে 'ইফতার'? 'নামাজ' শব্দের প্রকৃত অর্থ কী? জেনে নিন রমজানের আসল গুরুত্ব...
Ramadan 2023: রমজানের ওই রোজার শেষে এল খুশির ইদ'-- রমজান, ইদ ইত্যাদির উদযাপন এলেই নজরুলের এই গান মনে না-পড়ে পারে না বাঙালির। আবারও এই গান স্মরণের লগ্ন এসে পৌঁছেছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'রমজানের ওই রোজার শেষে এল খুশির ইদ'-- রমজান, ইদ ইত্যাদির উদযাপন এলেই নজরুলের এই গান মনে না-পড়ে পারে না বাঙালির। প্রতিবছরই এই রমজান রামাদান বা রামাজানের পর্ব এলেই খুশিতে দীপ্ত হয়ে ওঠে গোটা মুসলিম জনগোষ্ঠী। রমজান মাসটি প্রার্থনা উপবাস সৌহার্দ্য ও আশা পোষণের মাস। এই সময় প্রত্যেক ধর্মপ্রাণ মুসলমান তাঁর পরিবার বা বন্ধুদের সঙ্গে রোজা পালন করেন।
1/6
সারাদিন নিরম্বু উপবাস
পুরো রমজান জুড়ে সকাল থেকে সন্ধে পর্যন্ত পানাহার থেকে বিরত থাকাই রোজা। সূর্যোদয়ের আগে কিছু খেয়ে নিতে হয়। এই খাওয়াকে বলে শেহরি। এই শেহরি শেষ করে ফেলতে হয় ফজর বা প্রাতঃকালের নামাজের আগেই। এরপর সারাদিন নিরম্বু উপবাস। থুতু পর্যন্ত গেলার নিয়ম নেই। এরপর বিকেলে (সন্ধেবেলা) যে মগরিবের নামাজ হয়, তার আজান শুনে উপবাসভঙ্গ। যে-খাবার খেয়ে এই উপবাস তথা রোজা ভঙ্গ করা হয় সেটাকেই বলে ইফতার। ইফতার শেষে মগরিবের নামাজ।
2/6
নামাজ
photos
TRENDING NOW
3/6
রমজান মাস
4/6
প্রাক-ইসলামি আরবেও রমজান ছিল
5/6
রমজানের সঙ্গে জাকাতের যোগ
photos