PM Modi Gift: বাইডেনকে শৃঙ্গাররস, সুনককে দুর্গা! জি ২০ সম্মেলনে মোদী যা দিলেন তাবড় রাষ্ট্রনেতাদের...

PM Modi Gift: বিশ্বের তাবড় নেতাদের জন্য ইন্দোনেশিয়ায় জি ২০ সম্মেলনে গুছিয়ে দারুণ দারুণ সব উপহার নিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাছাই করা উপহার।

| Nov 16, 2022, 19:07 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্বের তাবড় নেতাদের জন্য ইন্দোনেশিয়ায় জি ২০ সম্মেলনে গুছিয়ে দারুণ দারুণ সব উপহার নিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাছাই করা উপহার। যে উপহারের মধ্যে দিয়ে প্রতিফলিত হচ্ছে এ দেশের ঐতিহ্যশালী শিল্প-সংস্কৃতি। অধিকাংশই গুজরাটের বিভিন্ন এলাকার শিল্পবস্তু। ভারতের অন্য প্রদেশের জিনিসও আছে।

1/6

জো বাইডেনের জন্য

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য মোদী নিয়ে গিয়েছেন হিমাচল প্রদেশের কাংড়া মিনিয়েচার পেইন্টিংস। যে ছবিতে রাধাকৃষ্ণের শৃঙ্গাররস মূর্ত। 

2/6

হ্যান্ডমেড টেক্সটাইল

ঋষি সুনককে তিনি দিয়েছেন গুজরাটের হ্যান্ডমেড টেক্সটাইল 'মাতা নি পচেড়ি'। গুজরাটি শব্দ 'মাতা' মানে দুর্গা মা, 'নি' মানে থাকা আর 'পচেড়ি' মানে প্রেক্ষাপট।  

3/6

পাথরে নির্মিত

মোদী জার্মান চ্যান্সেলরকে দিয়েছেন গুজরাটের কচ্ছের বাটি। রাজপিপলা ও রতনপুর নদীবক্ষে প্রাপ্ত এক ধরনের পাথরে নির্মিত এই বাটি।  

4/6

পিথোরা

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদী দিয়েছেন ট্রাইবাল ফোক আর্ট নাম তার 'পিথোরা'। গুজরাটের ছোটা উদয়পুরের রাথওয়া শিল্পীরা এই শিল্পদ্রব্যটি তৈরি করেন। কেন মোদী অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে এই উপহারটাই দিলেন? হয়তো একটা কারণও আছে। অস্ট্রেলিয়ার কিছু আদিম অধিবাসীর আদি ডট পেইন্টিংয়ের সঙ্গে এর মিল রয়েছে। 

5/6

স্কার্ফ

মোদী ইটালির প্রধানমন্ত্রীকে পাটান পটোলা দুপাট্টা উপহার দিয়েছেন। এটিও গুজরাটের জিনিস। আদতে এটা এক ধরনের স্কার্ফ। 

6/6

বাটি ও শাল

তবে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের জন্য মোদী নিয়ে গিয়েছেন দুটি উহার-- একটি বাটি, অন্যটি শাল। গুজরাটের সুরাতের পাত্র এবং হিমাচলের কিন্নরের শাল।