সোনার দামে কোনও বড় উত্থান বা পতনের কোনও সম্ভাবনা নেই।
Oct 07, 2020, 12:44 PM IST
1/6
নিজস্ব প্রতিবেদন : সোনার দাম নিম্নমুখী। বর্তমানে সোনার দাম ৫০,০০০ টাকা, ভরি প্রতি। সেপ্টেম্বর মাস থেকে সোনার দাম কমতে শুরু করেছে। সর্বোচ্চ সোনার দাম উঠেছিল ৫৫৬৮৪ টাকা। তবে আগামী দিনে কি আদৌ সোনার দাম আরও কত কমতে পারে? দীপাবলি ১০ গ্রাম সোনার দাম কত হবে?
2/6
করোনা পরিস্থতিতে বিশ্বজুড়ে শেয়ার বাজার মুখ থুবড়ে পড়েছে, তবে এখন অবিচ্ছিন্ন টার্নওভার দেখা দিচ্ছে। শেয়ারের পাশাপাশি মুদ্রার বাজারে ধীরে ধীরে পুনরুদ্ধার চোখে পড়ছে।
photos
TRENDING NOW
3/6
তবে সোনার দামে রয়েছে তীব্র ওঠানামা।
4/6
মতিলাল ওসওয়াল ফাইনান্সিয়াল সার্ভিসেসের কমোডিটির ভাইস প্রেসিডেন্ট নবনিত দামানির মতে, "আপনি যদি মনে করেন যে সোনার দাম সস্তা হবে বা আগের দামের স্তরে আসবে, তবে সেই ধারণা ভুল হতে পারে"।
5/6
তিনি আরও বলেন, "আপনি যদি শেয়ার বাজারের গতির সঙ্গে সোনার চলন দেখতে পান তবে আপনি ভুল করবেন সোনার দাম ৫০,০০০ এর ঘর থেকে হ্রাস পেয়েছে, অন্যদিকে রূপোর দামও রয়েছে সীমার মধ্যে।
6/6
দীপাবলি অবধি সোনার দামে কোনও বড় উত্থান বা পতনের কোনও সম্ভাবনা নেই। এমনকি দীপাবলীতেও প্রতি ১০ গ্রামে সোনা ৫০০০০-৫২০০০ এর মধ্যে থাকতে পারে।