EXPLAINED | IND vs AUS: 'রোহিত তিনে নামলে শুভমন পাঁচে'! রাহুলের জায়গা কোথায়? হল 'গোলাপি রহস্যে'র সমাধান

   Where Should KL Rahul Bat In Adelaide Test After Rohit Sharma Return: রোহিত শর্মা দলে ফিরলেন, কেএল রাহুল তাহলে কোথায় ব্যাট করবেন?  

Nov 29, 2024, 16:53 PM IST
1/6

ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

IND vs AUS Second Test

পূর্ণ দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক রোহিত শর্মা ছিলেন পিতৃত্বকালীন ছুটিতে। ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্টে সহ-অধিনায়ক জসপ্রীত বুমরার কাঁধেই সঁপে দেওয়া হয়েছিল নেতৃত্বের গুরুভার। তাঁর অসাধারণ বোলিং ও দুর্দান্ত নেতৃত্বে ভারত ২৯৫ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে, বর্ডার-গাভাসকর ট্রফিতে ১-০ এগিয়ে গিয়েছে। 

2/6

গোলাপি বলে ভারত-অস্ট্রেলিয়া

IND vs AUS Pink-Ball Test

এবার অ্যাডিলেড দিন-রাতের টেস্ট শুরু ৬ ডিসেম্বর থেকে। রোহিত চলে এসেছেন অস্ট্রেলিয়ায়। তাঁর নেতৃত্বেই খেলবে টিম ইন্ডিয়া। তবে অ্যাডিলেডে নামার আগে ভারত দু'দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানেজির দলের বিরুদ্ধে। ৩০ নভেম্বর-১ ডিসেম্বর দিন-রাতের খেলা। এখন প্রশ্ন রোহিত ফিরে এসেছেন, তাহলে রাহুলের কী হবে? পারথে ভারতের হয়ে যশস্বী জয়সওয়াল ও কেএল রাহুল ওপেন করেছিলেন। রোহিত খেলেননি বলে রাহুল ওপেন করেছিলেন। তিনে শুভমনের জায়গায় নিয়ে আসা হয় দেবদত্ত পাড়িক্কলকে। যদিও তিনি ১৮ সদস্য়ের স্কোয়াডে ছিলেন না। শুভমন-রোহিতের অনুপস্থিতি ভারত টের পায়নি যদি

3/6

রোহিত ফেরার পর কোথায় ব্যাট করবেন রাহুল?

Where Should KL Rahul Bat In Adelaide Test After Rohit Sharma's Return?

'গোলাপি রহস্যে'র সমাধান করলেন এবার চেতেশ্বর পূজারা। এক স্পোর্টস ওয়েবসাইটে দেওয়া সাক্ষাত্‍কারে পূজারা জানিয়েছেন অ্যাডিলেডে কে কোথায় ব্যাট করবেন। পূজারা বলেন, 'আমার মনে হয় ভারত পারথ টেস্টের ব্যাটিং অর্ডারই রাখুক। কেএল ও যশস্বী ওপেন করুক। রোহিত নেমে আসুক তিনে। শুভমন খেলুক পাঁচে। রোহিত যদি ওপেন করতেই চায়, তাহলে কেএল তিনে ব্যাট করুক। এরপর একদমই নয়। আমার মনে হয় রাহুলকে টপ অর্ডার থেকে সরানো যাবে না। কারণ ওকে টপ অর্ডারেই মানায়। আমাদের মনে হয় এই ভাবনাই থাকুক।'  

4/6

শুভমন গিলের চোটের কী অবস্থা

Shubman Gill Injury Update

পারথ টেস্টের আগে ওয়াকাতে ওয়ার্ম-আপের সময়ে শুভমন তাঁর বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন। সেই চোটই এখনও ভোগাচ্ছে শুভমনকে। স্লিপে ফিল্ডিং করার সময়ে শুভমন বাঁ-হাতে চোট পেয়েছিলেন। পারথ টেস্টের শুভমন খেলেননি। শুক্রবার মানুকা ওভালে সাংবাদিক বৈঠক করেছিলেন জাতীয় দলের সহকারি কোচ অভিষেক নায়ার। তিনি বলেন, 'দেখুন ও এখন ব্যাটিং করছে। ওর দেখভাল করছে আমাদের ফিজিয়োরা। আমি ওর অবস্থা সম্পর্কে অবগত নই। তবে ও খুব স্বাচ্ছন্দ্যেই ব্যাটিং করছিল। ইন্ডোরেও ব্যাট করছে। আমরা ওর চোট মূল্যায়নের পরেই আগামিকালের ম্যাচ খেলানোর বিষয়ে ভাবব।'  

5/6

শুভমন গিলকে নিয়ে বড় কথা পূজারার

Cheteshwar Pujara On Shubman Gill Batting Order

'আমার মতে শুভমনের আদর্শ জায়গা পাঁচ। আমরা যদি দ্রুত দুই উইকেট হারিয়েও ফেলি, ও এমন একজন যে, নতুন বলে সামলে দেবে। ধরা যাক ও যদি ২৫-৩০ ওভারের পর নামে, তাহলে নিজের শটগুলি খেলতে পারবে। দ্রুত তিন উইকেট হারিয়ে ফেললেও শুভমন ওর স্বাভাবিক খেলা খেলতে পারবে। গিল ও ঋষভ পন্থ পুরনো বল সামলে দেবে। ওদের নতুন বল খেলতে হবে না। আমি চাইনা বল যখন শুষ্ক বা নতুন থাকবে শুভমন ব্যাট করুক।'  

6/6

শুভমন তিনে নেমে যা করেছেন...

Shubman Gill At Number 3

টেস্টে তিন নম্বরে নেমে ১৪ টেস্টে ৯২৬ রান করা গিলের গড় ৪২.০৯। ২৫ ইনিংসে রয়েছে ৩ সেঞ্চুরি। এই মরসুমে কিন্তু শুভমন ভালো ছন্দেই রয়েছেন। ১০ ম্যাচে ও ১৯ ইনিংসে পঞ্জাবপুত্তর ৮০৬ রান করেছেন। তাঁর গড় ৪৭-এর উপর। ৩ সেঞ্চুরির সঙ্গে রয়েছে হাফ-সেঞ্চুরি। সর্বাধিক স্কোর অপরাজিত ১১৯। ওয়াকায় গা ঘামানোর ম্য়াচে শুভমন দুই ইনিংস মিলিয়ে ২৮ ও ৪২ রান করেছেন। ভারতের শেষ অস্ট্রেলিয়া সফরে শুভমন ২৫৯ রান করেছিলেন ৬ ইনিংস মিলিয়ে। তাঁর গড় ছিল ৫১.৮০। জোড়া হাফ-সেঞ্চুরিও ছিল। ঐতিহাসিক গাবায় রান তাড়া করে জেতার ম্য়াচে শুভমন ঝকঝকে ৯১ রানের ইনিংস খেলেছিল।