Stroke: কেন কমবয়সীদের এত স্ট্রোক হচ্ছে? এখনই সাবধান হতে হবে...
Stroke: আগে স্ট্রোকে আক্রান্ত হতেন মূলত প্রবীণ বা বয়স্করাই। কিন্তু এখন তা আর নেই। এখন তরুণ প্রজন্মদের মধ্যেও দেখা যাচ্ছে এই প্রবণতা। গবেষণা বলছে, ৪৫ এবং তার চেয়েও কম বয়সীদের মধ্যে স্ট্রোকের আশঙ্কা ১০-১৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এমনকী, ৩০ বছরের কম বয়সেও স্ট্রোক হচ্ছে অন্তত ৭-৯ শতাংশ ক্ষেত্রে। কী কারণে তরুণদের মধ্যে বাড়ছে এই রোগ?
1/5
স্ট্রেস
2/5
ধূমপান
photos
TRENDING NOW
3/5
দূষণ
দূষণে ভরা আবহাওয়া স্ট্রোকের অন্যতম কারণ। ন্যানো পার্টিকল, কার্বন মনোক্সাইড, সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন ডাই অক্সাইড নিয়ে গঠিত দূষিত বায়ু। যখন আমরা নিশ্বাস নিই, তখন এই ক্ষুদ্র কণাগুলি ফুসফুসে ঢোকে। পরে তা আমাদের শরীরের বাকি অংশে ছড়িয়ে পড়ে। শরীরকে ভিতর থেকে দূষিত করে দেয়। যা স্ট্রোকের আশঙ্কাকে বাড়িয়ে তোলে।
4/5
জাঙ্ক ফুড
5/5
ডায়াবেটিস
photos