2022 First Bay Of Bengal Cyclone: বাংলায় আছড়ে পড়তে চলেছে বছরের প্রথম ঘূর্ণিঝড়? স্পষ্ট জানাল আবহাওয়া দফতর

Mar 16, 2022, 19:02 PM IST
1/5

বছরের প্রথম ঘূর্ণিঝড়

2022 First Bay Of Bengal Cyclone

নিজস্ব প্রতিবেদন : বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরি হয়েছে। বঙ্গোপসাগরে ঘনীভূত সেই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

2/5

বাংলায় ঘূর্ণিঝড়?

2022 First Bay Of Bengal Cyclone

কিন্তু সেই ঘূর্ণিঝড় কি বাংলার বুকে আছড়ে পড়বে? এপ্রসঙ্গে স্পষ্ট জানাল আবহাওয়া দফতর। 

3/5

কী জানাল আবহাওয়া দফতর?

2022 First Bay Of Bengal Cyclone

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বাংলায় তার কোনও প্রভাব পড়বে না। ২১ মার্চ নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে আন্দামানের দিকে সরে যাবে। 

4/5

বাংলাদেশের দিকে ঘূর্ণিঝড়

2022 First Bay Of Bengal Cyclone

তারপর ২২ মার্চ ঘূর্ণিঝড়টি বাংলাদেশ ও মায়ানমারের দিকে সরে যাবে। এমনটাই জানাল আবহাওয়া দফতর। 

5/5

বাড়বে তাপমাত্রা

2022 First Bay Of Bengal Cyclone

পাশাপাশি, আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৫ দিন বঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বরং আগামী ২ দিন বাড়তে পারে তাপমাত্রা।