দক্ষিণবঙ্গে উধাও শীত, কুয়াশায় ঢাকল ভোরের কলকাতা

Dec 06, 2020, 10:04 AM IST
1/6

নিজস্ব প্রতিবেদন: উত্তরে বৃষ্টি, দক্ষিণে কুয়াশা। শীতের দেখা নেই। তবে সিকিম সংলগ্ন এলাকায় তুষারপাতের সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী সপ্তাহে মঙ্গলবার থেকে পারদ নামবে উত্তরে। দক্ষিণবঙ্গে আপাতত তাপমাত্রা কমার কোন সম্ভাবনা নেই।

2/6

রবিবার কলকাতায় সকালে মেঘমুক্ত আকাশ। পরে আংশিক মেঘলা আকাশ হওয়ার সম্ভাবনা। সকালের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৯ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি উপরে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি। সেটাও ২ ডিগ্রি উপরে। বাতাসের সর্বোচ্চ জলীয়বাষ্পের পরিমাণ ৯৮ শতাংশ।

3/6

আগামী ৪৮ ঘণ্টায় দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে হালকা বৃষ্টির সম্ভাবনা। আগামী ৪৮ ঘণ্টায় তুষারপাতের সম্ভাবনা সিকিমে।  সিকিম ও সংলগ্ন এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবারে যে পশ্চিমী ঝঞ্ঝার ঢুকেছিল, জম্মু-কাশ্মীরে সেই পশ্চিমী ঝঞ্ঝা হিমালয়ের পূর্ব এলাকা পাশ করছে। 

4/6

মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি নামবে। উত্তরবঙ্গের নিচের দিকে জেলাগুলিতে আগামী দু-তিন দিন ঘন কুয়াশার সর্তকতা। বিহার সংলগ্ন উত্তর দিনাজপুরে কুয়াশার সম্ভাবনা বেশি।

5/6

তাপমাত্রা খুব একটা হেরফের হবে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী চার পাঁচ দিন। রাতের তাপমাত্রা না কমায় শীতের আমেজ কিছুটা কমবে। তবে বৃষ্টির কোন সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে।

6/6

বিহার একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় আপাতত শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। তবুও এর প্রভাবে তামিলনাডু কেরালা পন্ডিচেরি সংলগ্ন এলাকায় আগামী দু-তিন দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে।