সবরীমালা মন্দিরে প্রবেশে মহিলাদের বাধা দিচ্ছেন মহিলারাই (দেখুন ছবি)

Oct 17, 2018, 15:07 PM IST
1/10

মহিলাদের বাধা দিচ্ছেন মহিলারাই

Sabarimala_1

সুপ্রিম কোর্টের নির্দেশকে ফুত্কারে উড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারাও।

2/10

মহিলাদের বাধা দিচ্ছেন মহিলারাই

Sabarimala_2

অভিযোগ, মহিলাদের সামনে রেখে ঢাল তৈরি করছে কট্টর রাজনৈতিক সংগঠনগুলি। 

3/10

মহিলাদের বাধা দিচ্ছেন মহিলারাই

Sabarimala_3

বেশ কিছু মহিলা ভক্ত আত্মহত্যারও চেষ্টা করেছেন।

4/10

মহিলাদের বাধা দিচ্ছেন মহিলারাই

Sabarimala_4

দেখা গিয়েছে নীলাক্কল বেসক্যাম্পের কাছে দাঁড়িয়ে থাকা গাড়ি, বাসে তল্লাসি চালাচ্ছেন মহিলারা। অভিযোগ, রজস্বলা মহিলাদের হেনস্থা করছেন তাঁরা।

5/10

মহিলাদের বাধা দিচ্ছেন মহিলারাই

Sabarimala_5

মঙ্গলবারও দিনভর একই ভাবে বিক্ষোভ দেখানো হয়। বিভিন্ন ধর্মীয় সংগঠনগুলি রাস্তায় নেমে সক্রিয় অংশগ্রহণ করে।

6/10

মহিলাদের বাধা দিচ্ছেন মহিলারাই

Sabarimala_6

 রাস্তায় গাড়ি থেকে নামিয়ে কম বয়সি মহিলাদেরকে সবরীমালা ‘রীতি’ মেনে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে বলে অভিযোগ

7/10

মহিলাদের বাধা দিচ্ছেন মহিলারাই

Sabarimala_7

উল্লেখ্য, শিবসেনা হুমকি দিয়ে রেখেছে, রজস্বলা মহিলারা মন্দিরে প্রবেশ করলে গণ আত্মহত্যা শুরু হবে। শিবসেনা নেতা পেরিঙ্গাম্মালা বলেন, সাত সদস্য নিয়ে তৈরি করা হয়েছে আত্মহত্যা স্কোয়াড।

8/10

মহিলাদের বাধা দিচ্ছেন মহিলারাই

Sabarimala_8

বুধবারের পরিস্থিতি সামলানোর জন্য পান্ডা, পুরোহিত এবং ভক্তদের সংগঠন আয়াপ্পা সেবা সঙ্গমের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ ত্রিবাঙ্কুর দেবাশ্রম বোর্ড

9/10

মহিলাদের বাধা দিচ্ছেন মহিলারাই

Sabarimala_9

বছরে মাত্র ১২৭ দিন খোলা থাকে সবরীমালা মন্দির। বুধবার মন্দির খুলেছে। সোমবার তা ফের বন্ধ হয়ে যাবে। ফলে বুধবার দলে দলে মহিলারা আয়াপ্পার এই মন্দিরে আসছেন পুজো দিতে

10/10

মহিলাদের বাধা দিচ্ছেন মহিলারাই

Sabarimala_10

সুপ্রিম কোর্টের নির্দেশে সবরীমালা মন্দিরে এখন সব বয়সের মহিলাদের প্রবেশ অবাধ। কিন্তু মন্দিরে ঢুকতে না দেওয়ার দাবিতে প্রতিবাদ অবস্থানে নেমেছেন কয়েকশো মানুষ।