বয়স বৃদ্ধির সঙ্গে মহিলাদের যৌন চাহিদা বাড়ে, বলছে সমীক্ষা
Oct 03, 2020, 12:52 PM IST
1/7
নিজস্ব প্রতিবেদন: বয়স বাড়লে সঙ্গমের ইচ্ছা বাড়ে। এটি কোনও অন্যায় নয়। সমীক্ষা বলছে মহিলাদের মেনোপজের সময়কালে যৌন চাহিদা বৃদ্ধি পায়।
2/7
কাজেই বয়স হলেই মহিলাদের যৌন ইচ্ছা কমে যায়। এই তথা কথিত ধারণা পুরোপুরি ঠিক নয়।
photos
TRENDING NOW
3/7
হাজার হাজার মহিলার উপরে সমীক্ষা করেছে নর্থ আমেরিকান মেনোপজ সোসাইটি। তারা জানিয়েছেন এক চতুর্থাংশ মহিলাই মনে করেন বয়স বাড়লেও যৌনতা জরুরি।
4/7
সমীক্ষা জানাচ্ছে, যথাযথ ভাবে সঙ্গম হলে, মধ্য বয়স্ক মহিলাদের শারীরিক ও মানসিক অবস্থা ভালো থাকে।
5/7
মনে রাখবেন, বয়স্ক মহিলাদের মধ্যে যৌনতার প্রতি এই আগ্রহ একেবারেই অস্বাভাবিক নয়। ঋতুচক্রের আগে পরে মানসিক অবস্থার বদল ঘটে। তখনই, কিছু সময় মহিলাদের যৌন চাহিদা বৃদ্ধি পায়।
6/7
তবে দেখা গিয়েছে। অধিকাংশ মহিলা বয়স হয়ে গিয়েছে বলে , এড়িয়ে যায় গোটা বিষয়টা। যার ফলে শারীরিক ও মানসিক অবস্থার অবনতি হয়।
7/7
তবে অনেকেই সাংসারিক চাপ ও পার্শ্ববর্তী অবস্থার কারণে সম্পূর্ণ যৌন চাহিদার কথা ভাবেন না। অবসাদগ্রস্ত মহিলারা আবার বয়স বাড়লে একেবারেই যৌনতার পক্ষে নন। কিন্তু কর্মরত ও উচ্চ শিক্ষিত মহিলাদের মধ্যে বয়সকালে যৌনতায় আগ্রহ বৃদ্ধি পায়।