1/12
নিজস্ব প্রতিবেদন- আজ World Dance Day। বিশ্ব নৃত্যদিবসে আমাদের ফিরে দেখা, ভারতীয় সিনেমার সেইসব ডান্সিং আইকনদের, যাঁরা সত্যিই নাচকে ভালোবেসে গিয়েছেন জীবনভর। হেমামালিনী ভারতনাট্যম নৃত্যধারায় পারদর্শী। গুরু গোপালকৃষ্ণনের কাছে শিখেছেন কুচিপুড়ি ও মোহিনীআট্যমের সূক্ষ্ম আঙ্গিক। দুই কন্যা এষা ও অহনা দেওল ওড়িশি নৃত্যঘরানায় শিক্ষিত। বলিউডের এই মোহিনী চিরকাল দর্শকদের মনের মধ্যে থেকে যাবেন 'শোলে'র বাসন্তী হিসাবে, 'যব তক হ্যায় জান, ম্যায় নাচুঙ্গি'।
2/12
photos
TRENDING NOW
3/12
4/12
বৈজয়ন্তীমালা যত বড় অভিনেত্রী, তার থেকেও বড়মাপের নৃত্যগুরু। দক্ষিণী পরিবার থেকে আসা বলে খুব স্বাভাবিকভাবেই ভারতনাট্যম নৃত্যশৈলীতে গড়েছিলেন নিজেকে। কিন্তু অনেকেই জানেন না যে তিনি কর্নাটক রাগ সঙ্গীতেরও এক প্রথিতযশা শিল্পী। বলিউডে তাঁর অবদান সেমি ক্ল্যাসিকাল ডান্স, যাকে অবলম্বন করে পরবর্তীকালে সরোজ খানের মত কোরিওগ্রাফাররা তাঁদের কেরিয়ার তৈরি করতে পেরেছিলেন।
5/12
6/12
7/12
ওয়ার্ল্ড ডান্স ডে নিয়ে আলোচনায় হেলেন আসবেন না, তা তো হতেই পারে না। ক্য়াবারে ডান্সকে শিল্পের পর্যায়ে তুলে নিয়ে আসেন হেলেন তাঁর গ্রেস আর উদ্ভাবনী শক্তি দিয়ে। হেলেনই বোধকরি পরবর্তী কালের সব পাশ্চাত্য নৃত্যধারা শিখে আসা অভিনেত্রীদের সবথেকে বড় সহায় সম্বল। কারণ ভারতীয় দর্শকদের মধ্য়ে ক্যাবারেকে গ্রহণযোগ্য় করে তুলেছিলেন তিনিই।
8/12
ভারতীয় পুরুষেরাও যে নেচে দর্শকদের হৃদয়ে ঝড় তুলতে পারেন, তা জনপ্রিয় হয়ে উঠতে পারে, তা দেখালেন প্রভু দেবা। 'মুকাবলা' গানে নেচে পুরুষের নাচ সম্পর্কে প্রচলিত ধারণাকে ভেঙে দিলেন প্রভু। উল্লেখযোগ্য কাজের মধ্যে কোরিওগ্রাফ করলেন হৃতিক রোশনকে। গান- 'ম্যায় অ্যায়সা কিঁউ হুঁ'। আর পিছনে ফিরে তাকাতে হয় নি প্রভুকে।
9/12
10/12
গোবিন্দা ন্য়াচরাল ডান্সার। দেখলে বোঝাই যাবে না প্রশিক্ষিত কিনা। তাঁর সিনেমার অন্যতম বড় সাফল্য তাঁর নৃত্যকলা। মা শাস্ত্রীয় সঙ্গীতে পারদর্শী ছিলেন। ছোটবেলা থেকেই মায়ের সঙ্গে ঘুরতে ঘুরতে শাস্ত্রীয় সঙ্গীত আর নৃত্যের প্রতি ভালবাসা জাগে গোবিন্দার। রিদম, স্কিল, এক্সপ্রেশনের সমন্বয়ে গোবিন্দা ভারতীয় সিনেমার অন্য়তম বড় ডান্সিং সেনসেশন বললে অত্যুক্তি হবে না।
11/12
12/12
photos