১১৯ কিমি প্রতি ঘণ্টা টপ স্পিড, বিশ্বরেকর্ড গড়ল বিশ্বের দ্রুততম অটো রিক্সা

May 15, 2019, 12:59 PM IST
1/5

বিশ্বের দ্রুততম অটো রিক্সা

বিশ্বের দ্রুততম অটো রিক্সা

ম্যাট এভারার্ড ও রাসেল শেরম্যান। সম্পর্কে তাঁরা মাসতুতো ভাই। দুজনে মিলে এবার বিশ্বরেকর্ড গড়লেন। তাঁদের হাতে তৈরি অটো রিক্সা ঘণ্টায় সর্বোচ্চ ১১৯ কিমি গতিতে ছুটল। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুললেন তাঁরা। 

2/5

বিশ্বের দ্রুততম অটো রিক্সা

বিশ্বের দ্রুততম অটো রিক্সা

পিছনের সিটে প্যাসেঞ্জার বসিয়ে এর আগে ঘণ্টায় ১০৯ কিমি সর্বোচ্চ গতিতে রিক্সা চালানোর বিশ্বরেকর্ড ছিল। কিন্তু সেই রেকর্ড এবার ভেঙে গেল। ম্যাট ব্রিটেনের একজন ব্যবসায়ী। মাস পাঁচেক আগে তিনি থাইল্যান্ডের একটি টুকুটুক কিনে সেটিকে মডিফাই করা শুরু করেছিলেন। অটোতে তিনি ১৩০০ সিসির ফুয়েল ইনজেকটেড ইঞ্জিন লাগান। 

3/5

বিশ্বের দ্রুততম অটো রিক্সা

বিশ্বের দ্রুততম অটো রিক্সা

সব মিলিয়ে মোট ১৮ লাখ টাকা (ভারতীয় মুদ্রায়) খরচ করার পর তিনি সেই টুকটিক-টিকে মডিফাই করেন। তাঁর বাহনটি ঘণ্টায় ১৪৪ কিমি সর্বোচ্চ গতিতে ছুটতে পারে বলে তিনি দাবি করেছেন। ম্যাট টুকটুক চালিয়েছেন, রাসেল পিছনে বসেছিলেন যাত্রী হিসাবে। 

4/5

বিশ্বের দ্রুততম অটো রিক্সা

বিশ্বের দ্রুততম অটো রিক্সা

ইয়র্কশায়ারের এলভিংটন এয়ারফিল্ডে একটি মোটর স্পোর্টস ইভেন্ট-এ ম্যাট ও রাসেল বিশ্বরেকর্ড গড়েছেন। টুকটুক-টিকে মনের মতো করে গড়তে নিজের পকেট থেকেই খরচ করেছেন ম্যাট ও রাসেল। তবে তাঁদের কয়েকজন বন্ধুও কিছুটা আর্থিক সাহায্য করেছিলেন। 

5/5

বিশ্বের দ্রুততম অটো রিক্সা

বিশ্বের দ্রুততম অটো রিক্সা

ম্যাট ও রাসেল এবার এই টুকটুক-টিকে ১৬০ কিমি প্রতি ঘণ্টা গতিতে ছোটানোর লক্ষ্য নিয়েছেন। তবে আপাতত বিশ্বরেকর্ড গড়ে দুজনেই ভীষণ খুশি। ম্যাট জানিয়েছেন, আমাদের পরিশ্রম সার্থক। ভীষণ আনন্দ হচ্ছে। এবার সেলিব্রেশনের পালা।