1/1
ফের মা হল বিশ্বের বয়স্কতম বন্য পাখি
আলবাট্রসরা সাধারণত সমুদ্রেই থাকে। তবে মিলনের সময় ডাঙায় চলে আসে। সঙ্গীনিকে আকৃষ্ট করতে এই পাখিরা মিলনের আগে বিশেষ ধরণের নৃত্য করে । এই প্রজাতির পাখিরা বছরে সাধারণত একবারই ডিম পাড়ে। প্রশান্ত মহাসাগরের মিডওয়ে দ্বীপে ডিম পেড়েছে উইজডম। এই প্রজাতির পাখিরা দ্রুত সঙ্গী বদলায়। কিন্তু উইজডম ২০০৬ থেকে তার সঙ্গী আকিয়ামাকাই-এর সঙ্গে থাকে। যা কি না বিরল ঘটনা। প্রায় সাত মাস সময় লাগবে তাঁর বাচ্চার বড় হয়ে উঠতে।
photos