WT20: Pakistan-এর বিরুদ্ধে Virat Kohli-র সেরা পাঁচ ইনিংস
খেলাধুলায় একটা কথা চালু আছে। চ্যাম্পিয়নরা বড় পারফর্ম করার জন্য বড় মঞ্চ বেছে নেন। বিরাট কোহলির ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক তাই। গত দুই বছর সব ফরম্যাটে তাঁর বড় রান নেই। এর মধ্যে আবার টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়ক হিসেবে এটাই তাঁর শেষ বিশ্বকাপ। এমন অবস্থায় রবিবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে বাইশ গজে যুদ্ধে নামবে ভারত। মহারণে নিজেকে তুলে ধরার জন্য ফের ব্যাট হাতে বিপক্ষের বোলারদের শাসন করতে মুখিয়ে আছেন 'কিং কোহলি'। 'ক্রিকেট দেবতা এ বার তাঁর দিকে মুখ তুলে তাকাবেন কিনা সেটা সময় বলবে। এহেন বড় ম্যাচের আগে বাবর আজমের দলের বিরুদ্ধে কোহলির কয়েকটি স্পেশাল ইনিংসের দিকে চোখ বুলিয়ে নেওয়া যাক।
নিজস্ব প্রতিবেদন: খেলাধুলায় একটা কথা চালু আছে। চ্যাম্পিয়নরা বড় পারফর্ম করার জন্য বড় মঞ্চ বেছে নেন। বিরাট কোহলির ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক তাই। গত দুই বছর সব ফরম্যাটে তাঁর বড় রান নেই। এর মধ্যে আবার টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়ক হিসেবে এটাই তাঁর শেষ বিশ্বকাপ। এমন অবস্থায় রবিবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে বাইশ গজে যুদ্ধে নামবে ভারত। মহারণে নিজেকে তুলে ধরার জন্য ফের ব্যাট হাতে বিপক্ষের বোলারদের শাসন করতে মুখিয়ে আছেন 'কিং কোহলি'। 'ক্রিকেট দেবতা এ বার তাঁর দিকে মুখ তুলে তাকাবেন কিনা সেটা সময় বলবে। এহেন বড় ম্যাচের আগে বাবর আজমের দলের বিরুদ্ধে কোহলির কয়েকটি স্পেশাল ইনিংসের দিকে চোখ বুলিয়ে নেওয়া যাক।