President Election 2022: পাওয়ার-ফারুক-গোপালকৃষ্ণ গান্ধী 'নারাজ', তৃণমূলের এই বর্ষিয়ান নেতাকে রাষ্ট্রপতি পদপ্রার্থী চাইছে বিরোধীরা?
1/7
বিরোধীদের প্রার্থী কে হবেন?
2/7
দিল্লিতে বিরোধীদের সঙ্গে বৈঠকে মমতা
রাষ্ট্রপতি নির্বাচন এবং ২০২৪-এর লোকসভা ভোটের রণকৌশল ঠিক করতে দিল্লিতে বিরোধীদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বৈঠকে হাজির হয়েছিলেন কংগ্রেস, বাম-সহ অন্যান্য বিরোধী দলের প্রতিনিধিরা। কংগ্রেসের তরফে জয়রাম রমেশ, রণদীপ সুরজেওয়ালা এবং মল্লিকার্জুন খার্গে। সিপিআইএম-এর তরফে যান এলামারাম করিম এবং সিপিআই-এর বিনয় ভিস্বম। এছাড়া শিবসেনার তরফে যান সুভাষ দেসাই এবং প্রিয়াঙ্কা চতুর্বেদী। বৈঠকে যান মেহবুবা মুফতি, শরদ পাওয়ার, প্রফুল পটেল, অখিলেশ যাদব।
photos
TRENDING NOW
3/7
শরদ পাওয়ার
4/7
ফারুক আবদুল্লাহ
5/7
গোপালকৃষ্ণ গান্ধী
বিরোধীরা এরপর গোপালকৃষ্ণ গান্ধীর (Gopal Krishna Gandhi) কাছে প্রস্তাব রাখলে, সোমবার তিনিও সরে দাঁড়ান। লিখিত বিবৃতিতে, সকল বিরোধী দলের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন গান্ধীজির পৌত্র। তাঁর নাম ভাবার জন্য সকলকে ধন্যবাদ জানান। একই সঙ্গে তাঁর পাল্টা প্রস্তাব, রাষ্ট্রপতি হিসেবে এমন একজনের নাম প্রস্তাব করা উচিত, যিনি জাতীয় ঐক্য বজায় রাখতে পারবেন।
6/7
বিরোধীদের পছন্দ কাকে?
7/7
কে যশবন্ত সিনহা?
photos