Kolkata Yellow Taxi: কলকাতার রাস্তা থেকে উধাও হবে হলুদ ট্যাক্সি? চলে এল বড়সড় আপডেট...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কিন্তু বড়সড় বদল আসতে চলেছে কল্লোলিনী কলকাতার 'নস্টালজিয়া' হলুদ ট্যাক্সির।

Nov 25, 2024, 16:03 PM IST
1/8

কলকাতা

Calcutta

বর্তমানে কলকাতার রাস্তায় প্রায় ৭০০০ হলুদ ট্যাক্সি রাস্তায় দৌড়চ্ছে। 

2/8

নস্টালজিয়া

Nostalgia

কিন্তু বড়সড় বদল আসতে চলেছে কল্লোলিনী কলকাতার 'নস্টালজিয়া' হলুদ ট্যাক্সির।  

3/8

কিন্তু কেন?

But why?

এই বছর বসে যাচ্ছে ৪৫০০-র মত হলুদ ট্যাক্সি। কিন্তু কেন?

4/8

অনলাইন ক্যাব বুকিং

Online Cab Booking

অনলাইন ক্যাব বুকিং আসার পর থেকেই ধীরেধীরে রাস্তায় কম চলতে শুরু করেছিল হলুদ ট্যাক্সি। 

5/8

হলুদ ট্যাক্সি

yellow taxi

এবার নতুন নিয়মের কারণে সেই সংখ্যা এবার আরও কমতে বসেছে। সিটি ট্রান্সপোর্টের নতুন নিয়ম অনুযায়ী ১৫ বছরের ঊর্ধ্বে সমস্ত হলুদ ট্যাক্সি আর রাস্তায় চলতে পারবে না।   

6/8

অন্যতম আইকন

One of the icons

ভিক্টোরিয়া, ট্রাম এবং হাওড়া ব্রিজের পাশাপাশি কলকাতার হলুদ ট্যাক্সি অন্যতম আইকন।

7/8

অ্যাম্বাসেডর

Ambassador

তবে অ্যাম্বাসেডর তৈরি করা বন্ধ করেছে হিন্দমোটর। এদিকে রাস্তায় নতুন মারুতির গাড়ি নেমেছে ট্যাক্সি হিসেবে। সেগুলি আবার নীল-সাদা রঙের। এই আবহে ধীরে ধীরে কলকাতার রাস্তা থেকে 'হলুদ নস্টালজিয়া' মুছে যাবে বলে মনে করা হচ্ছে।

8/8

হলুদ ট্যাক্সি

yellow taxi

২০০৮ সালে কলকাতা হাইকোর্ট নিয়ম বানিয়েছিল ১৫ বছরের অধিক ট্যাক্সি রাস্তায় চলবে না। ফলে এই বছরই  কমে যাচ্ছে ৪৫০০-র মত হলুদ ট্যাক্সি। চিন্তায় বহু ট্যাক্সি চালক।