বাদ গেল না কিছুই, দেখুন উত্তরপ্রদেশে কী কী গেরুয়া হল?
Aug 02, 2018, 23:53 PM IST
1/5
saf5
মুখ্যমন্ত্রীর অফিস, শৌচালয়, টোলপ্লাজা, পুলিস স্টেশনের পর উত্তরপ্রদেশের সাহাজাহপুর জেলায় গান্ধী মূর্তি রাঙানো হল গেরুয়ায়া। বুধবার রাতে গান্ধী মূর্তিতে গেরুয়া রঙের পোঁচ পরে। যদিও পুলিসের দাবি, এর পিছনে রয়েছে দুষ্কৃতীরা।
2/5
saf4
গত এপ্রিলে বদায়ুনে সংবিধানপ্রণেতা আম্বেদকরের মূর্তি ভাঙচুর করা হয় এপ্রিলে। পরে মূর্তি সংস্কার করে গেরুয়া রং করা হয়। কিন্তু প্রবল বিরোধিতার পর আবার নীল রঙে ফিরিয়ে দেয় প্রশাসন।
photos
TRENDING NOW
3/5
saf3
মুজফফরনগর-সহারানপুরের টোলপ্লাজার রংও গেরুয়া করেছে যোগী সরকার।
4/5
saf2
উত্তরপ্রদেশে হজ হাউসের রংও গেরুয়া করে দেয় যোগী সরকার। পরে মুসলিম উলেমার প্রতিবাদ রং পরিবর্তন করে হজ হাউসকে আগের রঙে ফিরিয়ে দেওয়া হয়।
5/5
saf1
মুগলসরাই স্টেশনের নাম বদল করে করা হয়েছে দীনদয়াল উপাধ্যায় স্টেশন। তারপরই ওই স্টেশনের কয়েকটি অংশ গেরুয়া রঙে রাঙিয়ে দেওয়া হয়।