'সুপার স্বাস্থ্য' পেতে ৭টি সুপার ফল

Dec 03, 2017, 16:01 PM IST
1/8

আমলকি- শরীরের বিপাক ক্রিয়ার ক্ষমতা বাড়াতে, ভাইরাল এবং ব্যাকটেরিয়াল রোগ প্রতিরোধ করতে আমলকির তুলনা নেই।

2/8

ননি- শরীরে কোলেস্টেরলের মাত্রা কম রাখতে সাহায্য করে ননি ফল।

3/8

লেবু- শরীরের জন্য প্রয়োজনীয় শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্টস, এবং প্রচুর পরিমানে ভিটামিন সি রয়েছে লেবুতে। যা প্রত্যেকদিন খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে সাহায্য করে।

4/8

বীট- রক্ত পরিশুদ্ধ করতে, শরীর থেকে সমস্ত টক্সিন দূর করতে সবথেকে ভালো কাজ করে বীট।

5/8

কিউয়ি- হজমশক্তি বাড়িয়ে খাবার হজম করতে সাহায্য করে কিউয়ি।

6/8

ব্লু বেরি- প্রচুর পরিমানে অ্যান্টি-অক্সিডেন্টস থাকায় ব্লু বেরি মস্তিষ্ক উন্নত করতে সাহায্য করে।

7/8

ডুমুর- রক্তে সুগারের মাত্রা সঠিক রাখতে সাহায্য করে ডুমুর। এতে প্রচুর পরিমানে মিনারেলস, আয়রন, পটাশিয়াম, ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম রয়েছে।

8/8

'সুপার স্বাস্থ্য' পেতে ৭টি সুপার ফল