অস্কারে Team India

Feb 23, 2013, 15:09 PM IST
1/10

সত্যজিৎ রায়অস্কার পেয়েছেন। কিন্তু সাম্মানিক। তাঁর সৃষ্টি করা কোনও কাজ অস্কার পায়নি তা অস্কারের দুর্ভাগ্য কি না তা নিয়ে দীর্ঘ বিতর্ক চলেছে। অস্কার থাকুক নাই বা থাকুক, ভারতের চলচ্চিত্রকে আন্তর্জাতিক মানে টেনে নিয়ে যাওয়ার দুর্গম কাজটি তিনি করে গিয়েছেন সে বিষয়টি স্বীকৃত।

সত্যজিৎ রায়
অস্কার পেয়েছেন। কিন্তু সাম্মানিক। তাঁর সৃষ্টি করা কোনও কাজ অস্কার পায়নি তা অস্কারের দুর্ভাগ্য কি না তা নিয়ে দীর্ঘ বিতর্ক চলেছে। অস্কার থাকুক নাই বা থাকুক, ভারতের চলচ্চিত্রকে আন্তর্জাতিক মানে টেনে নিয়ে যাওয়ার দুর্গম কাজটি তিনি করে গিয়েছেন সে বিষয়টি স্বীকৃত।

2/10

মাদার ইন্ডিয়া, (১৯৫৭)ভারতের প্রথম পা। নার্গিস-সুনীল দত্তের দেশপ্রেমের সাগা। অস্কারের লাস্ট ল্যাপ পর্যন্ত পৌঁছিয়ে শেষ পর্যন্ত হার মানে ফেদরিকো ফেলেনি পরিচালিত ইতালির ছবি নাইটস অফ ক্যাবিরিয়ার কাছে।

মাদার ইন্ডিয়া, (১৯৫৭)
ভারতের প্রথম পা। নার্গিস-সুনীল দত্তের দেশপ্রেমের সাগা। অস্কারের লাস্ট ল্যাপ পর্যন্ত পৌঁছিয়ে শেষ পর্যন্ত হার মানে ফেদরিকো ফেলেনি পরিচালিত ইতালির ছবি নাইটস অফ ক্যাবিরিয়ার কাছে।

3/10

গান্ধী, (১৯৮২)এগারোটি বিভাগে নমিনেশন পেয়ে ৮টি অস্কার পায় মোহনদাস করমচাঁদ গান্ধীর বায়োপিক। ভারতের প্রথম অস্কার, কস্ট্যুম ডিজাইনার ভানু আথাইয়া। অস্কার ইতিহাসে টিম ইন্ডিয়ার সবথেকে বড় সাফল্য রিচার্ড এটিনবরোর গান্ধী।

গান্ধী, (১৯৮২)
এগারোটি বিভাগে নমিনেশন পেয়ে ৮টি অস্কার পায় মোহনদাস করমচাঁদ গান্ধীর বায়োপিক। ভারতের প্রথম অস্কার, কস্ট্যুম ডিজাইনার ভানু আথাইয়া। অস্কার ইতিহাসে টিম ইন্ডিয়ার সবথেকে বড় সাফল্য রিচার্ড এটিনবরোর গান্ধী।

4/10

সালাম বোম্বে, (১৯৮৮)ভারতীয় চলচ্চিত্র জগতে কাল্ট। এখনও ভারতের ফিল্ম স্টাডিতে অবশ্য পাঠ্য মীরা নায়ারের এই ছবিটি। অস্কারের শেষ পাঁচে পৌঁছয়। ড্যানিশ-সুইডিশ ছবি পেলি দ্য কনকরার জিতে নেয় বিদেশি ছবির অস্কার।

সালাম বোম্বে, (১৯৮৮)
ভারতীয় চলচ্চিত্র জগতে কাল্ট। এখনও ভারতের ফিল্ম স্টাডিতে অবশ্য পাঠ্য মীরা নায়ারের এই ছবিটি। অস্কারের শেষ পাঁচে পৌঁছয়। ড্যানিশ-সুইডিশ ছবি পেলি দ্য কনকরার জিতে নেয় বিদেশি ছবির অস্কার।

5/10

এলিজাবেথ, (১৯৯৮)৭১তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে ৭টি ক্যাটেগরিতে নমিনেশন পায় শেখর কাপুর পরিচালিত ছবিটি। মেক আপের জন্য অস্কার পান জেনি শারকোর।

এলিজাবেথ, (১৯৯৮)
৭১তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে ৭টি ক্যাটেগরিতে নমিনেশন পায় শেখর কাপুর পরিচালিত ছবিটি। মেক আপের জন্য অস্কার পান জেনি শারকোর।

6/10

লাগান, (২০০১)ভারতের ২২ গজ কাঁপিয়ে কোডাক থিয়েটারে পৌঁছায় লাগান। কিন্তু সেখানে ছক্কা হল না। প্রচারের তুঙ্গে থেকেও শেষ পর্যন্ত অস্কার পায়নি। ২০০১-এর সেরা বিদেশী ছবির পুরস্কার পায় বসনিয়ার ছবি নো ম্যানস ল্যান্ড।

লাগান, (২০০১)
ভারতের ২২ গজ কাঁপিয়ে কোডাক থিয়েটারে পৌঁছায় লাগান। কিন্তু সেখানে ছক্কা হল না। প্রচারের তুঙ্গে থেকেও শেষ পর্যন্ত অস্কার পায়নি। ২০০১-এর সেরা বিদেশী ছবির পুরস্কার পায় বসনিয়ার ছবি নো ম্যানস ল্যান্ড।

7/10

ওয়াটার, (২০০৫)বেনারসে সেটে হামলা হওয়ায় পরিচালক দীপা মেহতা শুটিং গুটিয়ে চলে যান কানাডায়। অস্কারে নাম ওঠে কানাডার ছবি হিসেবেই। জার্মান ছবি লাইভস অফ আদারস জিতে নেয় সেই বছরের বিদেশি ছবির পুরস্কার।

ওয়াটার, (২০০৫)
বেনারসে সেটে হামলা হওয়ায় পরিচালক দীপা মেহতা শুটিং গুটিয়ে চলে যান কানাডায়। অস্কারে নাম ওঠে কানাডার ছবি হিসেবেই। জার্মান ছবি লাইভস অফ আদারস জিতে নেয় সেই বছরের বিদেশি ছবির পুরস্কার।

8/10

স্লামডগ মিলিয়নেয়র (২০০৮)দশটি ক্যাটেগরিতে নমিনেশন পেয়ে গান্ধীর পর অস্কারে টিম ইন্ডিয়ার দ্বিতীয় সাফল্য। সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অ্যাডাপটেড স্ক্রিনপ্লে সহ মোট ৮টি অস্কার জেতে ড্যানি বয়েলের এই ছবিটি।

স্লামডগ মিলিয়নেয়র (২০০৮)
দশটি ক্যাটেগরিতে নমিনেশন পেয়ে গান্ধীর পর অস্কারে টিম ইন্ডিয়ার দ্বিতীয় সাফল্য। সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অ্যাডাপটেড স্ক্রিনপ্লে সহ মোট ৮টি অস্কার জেতে ড্যানি বয়েলের এই ছবিটি।

9/10

লাইফ অফ পাই, (২০১২)ছবিটিকে ভারতে এনে ফেলেছিলেন উপন্যাসটির লেখক ইয়ান মারটেল। সূরজ শর্মা, টাবু, আদিল হুসেনের হাত ধরে অ্যাং লি কে সেরার তালিকায় এগিয়ে দিয়েছে টিম ইন্ডিয়া। গানের মনোনয় পেয়েছেন বোম্বে জয়শ্রীও।

লাইফ অফ পাই, (২০১২)
ছবিটিকে ভারতে এনে ফেলেছিলেন উপন্যাসটির লেখক ইয়ান মারটেল। সূরজ শর্মা, টাবু, আদিল হুসেনের হাত ধরে অ্যাং লি কে সেরার তালিকায় এগিয়ে দিয়েছে টিম ইন্ডিয়া। গানের মনোনয় পেয়েছেন বোম্বে জয়শ্রীও।

10/10

মিরর মিরর, (২০১২)আরে! অবাক হবেন না... অস্কারের লিস্টিতে সত্যিই আছে জুলিয়া রবার্টস অভিনীত ছবিটি। কস্ট্যুম ডিজাইনের সেরা ৫-এর তালিকায় জায়গা করে নেওয়া ছবিটির একমাত্র ইন্ডিয়ান কনেকশন পরিচালক, তারসেম সিং।

মিরর মিরর, (২০১২)
আরে! অবাক হবেন না... অস্কারের লিস্টিতে সত্যিই আছে জুলিয়া রবার্টস অভিনীত ছবিটি। কস্ট্যুম ডিজাইনের সেরা ৫-এর তালিকায় জায়গা করে নেওয়া ছবিটির একমাত্র ইন্ডিয়ান কনেকশন পরিচালক, তারসেম সিং।