1/7
2/7
ম্যাকগ্রা-সচিন
১৯৯৯-০০ অস্ট্রেলিয়ায় হওয়া সিরিজের প্রথম টেস্টে অ্যাডিলেডে সচিনের এলবিডব্লু আউট নিয়ে তুমুল বিতর্ক হয়। খেলার খুব গুরুত্বপূর্ণ সময়ে ম্যাকগ্রার বাউন্সার ছাড়তে গিয়ে গায়ে লাগে সচিনের। ম্যাকগ্রা সহ গোটা অস্ট্রেলিয়া টিম উইকেটের সোজাসুজি সচিনের গায়ে বল লাগায় এলবি`র আবদেন করেন। আম্পয়ার ডারেল হার্পার সচিনকে আউট দেন। আম্পয়ারের এই সিদ্ধান্তে ক্রিকেট বিশ্ব তোলপাড় হয়। এর জেরে পরবর্তীকালে সচিনের সঙ্গে ম্যাকগ্রার বাক্যুদ্ধও হয়।
3/7
টস কা বস
২০০১ সিরিজে সৌরভ গাঙ্গুলি -স্টিভ ওয়ার টস করতে যাওয়ার ঘটনাটা চিরস্মরণীয়। নিজের আত্মজীবনীতে স্টিভ ওয়া অভিযোগ করেন সিরিজ চলাকালীন ইচ্ছাকৃতবাবে বারবার দেরিতে টস করতে এসে সৌরভ তাঁকে বিরক্তিতে ফেলতেন। স্টিভের অভিযোগ ছিল গোটা সিরিজে সৌরভ টসের সময় সাতবার দেরিতে আসেন। ব্যস! এই ঘটনা নিয়ে আজও গবেষণা চলে। কেউ বলেন ওটা সৌরভের `মাইন্ড গেম`, কেউ বলেন, `ইট বা জবাব পাথর।`
4/7