ইংল্যান্ডে ৪-১ ব্যবধানে সিরিজ হারকে সম্মানের বলছেন বিরাট!

যোগ্য দল হিসেবেই ইংল্যান্ড জিতেছে৷ তবে আমরা যে একেবারেই বাজে খেলেছি, এমনটা নয়৷

Updated By: Sep 12, 2018, 06:56 AM IST
ইংল্যান্ডে ৪-১ ব্যবধানে সিরিজ হারকে সম্মানের বলছেন বিরাট!

নিজস্ব প্রতিবেদন : ওভালে সিরিজের শেষ টেস্টের শেষ দিনে রাহুল-ঋষভের দুরন্ত লড়াইও হার বাঁচাতে পারেনি ভারতের। ইংল্যান্ডের মাটিতে পাঁচ টেস্টের সিরিজ ১-৪ ব্যবধানে হেরেও লজ্জিত নন বিরাট কোহলি৷ বরং একে সম্মান লড়াই বলছেন ভারত অধিনায়ক৷

আরও পড়ুন - কাজে এল না রাহুল-পন্থের শতরান! ফের হার ভারতের

ওভালে সিরিজের শেষ টেস্ট ১১৮ রানে হারের পর ক্যাপ্টেন কোহলি বলেন, "১-৪ স্কোরলাইন খারাপ নয়৷ যোগ্য দল হিসেবেই ইংল্যান্ড জিতেছে৷ তবে আমরা যে একেবারেই বাজে খেলেছি, এমনটা নয়৷ আমরা কেমন খেলেছি তা স্কোরবোর্ডই বলে দিচ্ছে৷ দুই দলই সিরিজে কমপিটিটিভ ক্রিকেট খেলেছে৷" ইংল্যান্ড সফরে কোহলির ভারত টি-টোয়েন্টি সিরিজ জিতে শুরু করলেও তারপর শুধুই হার৷ একদিনের সিরিজে হারের পর টেস্ট সিরিজে হার বিরাটবাহিনী৷ প্রথম দুটি টেস্ট হেরে পিছিয়ে পড়েছিল বিরাটরা৷ তৃতীয় টেস্ট জিতে সিরিজে কামব্যাক করলেও শেষরক্ষা হয়নি৷ চতুর্থ ও পঞ্চম টেস্টে ফের হার ভারতের।

আরও পড়ুন - রোনাল্ডোকে ছাড়াই ইতিহাস গড়ল পর্তুগাল

দক্ষিণ আফ্রিকার পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজে হার। ওভালে ম্যাচ শেষে বিরাট কোহলি আরও বলেন, "গত দুটো সিরিজে দেখেছি, সিরিজের প্রথম টেস্টটায় আপনাকে ভাল ফল করতেই হবে। নয়তো প্রতিপক্ষ অনেক অ্যাডভান্টেজ পেয়ে যাবে।শুরুটা ভাল না হলে বিদেশে সিরিজ জেতা কঠিন। ওয়ার্ম আপ করতে দুটো টেস্ট চলে গেলে ফিরে আসা খুব কঠিন হয়ে যায়।"

Tags:
.