ENG vs IND: এজবাস্টনে কেন হারল ভারত? কারণ জানিয়ে দিলেন অধিনায়ক বুমরা

১৯৮৬ সালের ইংল্যান্ড সফরে জাতীয় দলের অধিনায়কত্ব করেছিলেন কপিল দেব। দ্বিতীয় জোরে বোলার দীর্ঘ ৩৬ বছর পর দেশকে নেতৃত্ব দিলেন বুমরা। 

Updated By: Jul 5, 2022, 05:58 PM IST
ENG vs IND: এজবাস্টনে কেন হারল ভারত? কারণ জানিয়ে দিলেন অধিনায়ক বুমরা
ম্যাচের পর হতাশ বুমরা

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: এজবাস্টন টেস্টের প্রথম তিন দিন আধিপত্য নিয়ে খেলেছিল ভারত। কিন্তু চতুর্থ দিনের শেষ থেকেই জসপ্রীত বুমরার দলের হাত থেকে ম্যাচ অল্প অল্প করে বেরিয়ে যেতে থাকে। এজবাস্টন টেস্ট জয়ের জন্য পঞ্চম দিনে ইংল্যান্ডের দরকার ছিল ১১৯ রান। ভারতের প্রয়োজন ছিল ৭ উইকেট। জো রুট ও জনি বেয়ারস্টোর জোড়া শতরানে লাঞ্চের আগেই অসহায় আত্মসমর্পণ করে 'মেন ইন ব্লু' ব্রিগেড। বিপক্ষের উইকেট নেওয়া তো অনেক দূরের কথা, রুট ও বেয়ারস্টোর অবিচ্ছেদ্য জুটি এজবাস্টন টেস্ট জয়ের সঙ্গে সিরিজে সমতাও ফেরাল। চতুর্থ উইকেটে ৩১৬ বলে ২৬৯ রানের জুটি ম্যাচ ঘুরিয়ে দিল। ইংল্যান্ড জেতে সাত উইকেটে। 

কেন ভারত হারল? ভারতের স্ট্যান্ড-ইন ক্যাপ্টেন বুমরা ম্যাচের পর বলেন, "যদি, কিন্তু তো সবসময় থাকবেই। এটাই ক্রিকেট। ইংল্যান্ড লড়াই জারি রেখেছিল। দ্বিতীয় ইনিংসে ওরা আমাদের থেকে ভাল খেলেছে। দুই দলই ভাল ক্রিকেট খেলেছে।" বুমরা ঋষভ পন্থ ও রবীন্দ্র জাদেজার প্রশংসা করেছেন। এজবাস্টনে ভারত প্রথম ইনিংসে ৯৮ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল। দেখে এক সময় মনে হচ্ছিল যে, ১৫০ রানও পার করতে পারবে না। কিন্তু সেখান থেকেই খেলা ঘুরিয়ে দেন পন্থ-জাদেজা যুগলবন্দি। শক্ত হাতে দলকে টেনে তুলেছিল সিনিয়র-জুনিয়র মিলে। ১১১ বলে ১৪৬ রানের ভয়ডরহীন মারকুটে ক্রিকেট খেলে আউট হয়েছিলেন পন্থ। তাঁর সঙ্গে ৮৩ রান যোগ করেছিলেন জাদেজা। যদিও পরে তিনি শতরানও (১০৪) হাঁকান। ষষ্ঠ উইকেটে় জুটি বেঁধে ২২২ রান করেছিলেন পন্থ-জাদেজা। বুমরা বলছেন, "ঋষভ সুযোগ নিয়েছে, জাড্ডু পাল্টা আক্রমণ করেছে। আমরা এগিয়ে ছিলাম ম্যাচে। জাড্ডুর জন্য খুশি। খুব ভাল খেলেছে ও।"

তিন ফরম্যাটে ভারতীয় দলের ক্যাপ্টেন করোনা আক্রান্ত হওয়ায় চলতি এজবাস্টন টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন। তাঁর বদলে অধিনায়ক হয়েছিলেন বুমরা। এই প্রথম জাতীয় দলের নেতৃত্বের ব্যাটন উঠেছিল বুমরার হাতে। ১৯৮৬ সালের ইংল্যান্ড সফরে জাতীয় দলের অধিনায়কত্ব করেছিলেন কপিল দেব। দ্বিতীয় জোরে বোলার দীর্ঘ ৩৬ বছর পর দেশকে নেতৃত্ব দিলেন তিনি। বুমরা বলেন, "অধিনায়কত্ব করা একটা ভাল চ্যালেঞ্জ ছিল। দারুণ শেখার বিষয়। দলকে নেতৃত্ব দেওয়া অত্যন্ত সম্মানের। দারুণ অভিজ্ঞতা আমার জন্য।" টেস্ট এখন অতীত। ভারতের ফোকাস এবার সাদা বলের ক্রিকেটে। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত তিনটি টি-২০ ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে।

আরও পড়ুন: Bairstow: বেয়ারস্টো করে দেখালেন, ১৪ বছরে কোনও ব্রিটিশ ক্রিকেটার পারেননি এই কাজ

আরও পড়ুনENG vs IND: ভারতের স্বপ্নভঙ্গ! রুট-বেয়ারস্টোর মারমুখী ব্যাটে সমতা ফেরাল ইংল্যান্ড

আরও পড়ুনFarokh Engineer: 'ভেবেছিলাম ধোনি করবে...!' পন্থের কীর্তির পর বললেন ইঞ্জিনিয়ার

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  
 

.