বীরু অবসর নেবেন আর শিখর খেলবেন চার ইনিংসে ৬৬ করেও!
শিখর ধাওয়ান আর কতদিন! এভাবে বয়ে বেড়ানো হবে আপনাকে! এই সিরিজে এখনও পর্যন্ত ৪টে ইনিংস খেললেন। সব মিলিয়ে কত করেছেন?
![বীরু অবসর নেবেন আর শিখর খেলবেন চার ইনিংসে ৬৬ করেও! বীরু অবসর নেবেন আর শিখর খেলবেন চার ইনিংসে ৬৬ করেও!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/10/22/43905-sikhar-22-10-15.jpg)
ওয়েব ডেস্ক: শিখর ধাওয়ান আর কতদিন! এভাবে বয়ে বেড়ানো হবে আপনাকে! এই সিরিজে এখনও পর্যন্ত ৪টে ইনিংস খেললেন। সব মিলিয়ে কত করেছেন?
আমরাই বলে দিই। ৬৬ রান। হ্যাঁ, চার ইনিংস খেলে ৬৬। তাও আবার আপনি দলের ওপেনার!
গড় কত? দুর্দান্ত! ১৬.৫০! আর আপনি তো শুধু দেশের নয়, বিশ্বের সেরা মারকুটে ব্যাটসম্যান। তাই আপনার স্ট্রাইক রেটও দুর্দান্ত। ৬২!
এর পরও আপনি ভারতীয় দলে অটোমেটিক চয়েস। আর বীরেন্দ্র সেহবাগদের অবসর নিতে হয়। তাঁরা বাতিল হয়ে যান।
বোর্ডের কথা ছাড়ুন। তারা সবার সঙ্গেই অবিচার করে এসেছে। আপনার সঙ্গেও করবে। নিশ্চিত থাকুন অথবা দিন গুনুন।
কিন্তু দিল্লিতে বীরুর খেলা দেখেই তো বড় হয়েছেন। এই ফর্ম যখন আপনার, নিজেই তো বলতে পারতেন, বীরু ভাই আমি ওপেনিং স্লটে রোজ ধ্যাড়াচ্ছি। শেষ একটা ইনিংস তুমি খেলে যাও! আপনার এই বিচ্ছিরি ফর্মটা অন্তত দেখতে শুনতে একটু ভদ্র সভ্য হত। নাম শিখর। তাই একদম নিচে থেকেও বোধহয় শিখরই থাকা যায়!
বাংলায় একটা প্রবাদ আছে কানা ছেলের নাম পদ্মলোচন। শিখর নামেরও এবার একটা প্রবাদ বেরোতে চলেছে।