Mohun Bagan: চারবার 'গোল্ডেন বুট'! বাগানের জার্সিতে কোন বিশ্বকাপার? মাথা ঘুরিয়ে দেবে বায়োডেটা

Jamie Maclaren in Mohun Bagan: মোহনবাগানের চোখ সেই এ-লিগেই! কামিন্স-পেত্রাতোসরা দেখিয়েছেন যে, তাঁরা কোন মানের, এবার পালা  ম্যাকলারেনের।

Updated By: Jun 18, 2024, 03:09 PM IST
Mohun Bagan: চারবার 'গোল্ডেন বুট'! বাগানের জার্সিতে কোন বিশ্বকাপার? মাথা ঘুরিয়ে দেবে বায়োডেটা
আসছেন ম্য়াকলারেন

অর্কদীপ্ত মুখোপাধ্যায়: ভারতীয় ফুটবলে অন্যতম পাওয়ারহাউস মোহনবাগান সুপার জায়েন্টস (Mohun Bagan Super Giant, MBSG)! এই নিয়ে কোনও সন্দেহ নেই যে, সাম্প্রতিক অতীতে, ধারাবাহিক ট্রফির বিচারে গঙ্গাপারের শতাব্দী প্রাচীন ক্লাবের ধারেকাছে কোনও ক্লাব নেই। মোহনবাগান বিগত কয়েক বছরে যা টিম করেছে, তা কার্যত প্রতিপক্ষের কাছে হয়ে গিয়েছে ত্রাসের বিজ্ঞাপন।

আসন্ন আইএসএলের (ISL) কথা মাথায় রেখে সবুজ-মেরুন তৈরি করছে আগুনে স্কোয়াড। জেসন কামিন্স, দিমিত্রি পেত্রাতোসের পাশে এবার দেখা যাবে আরও এক অস্ট্রেলীয়কে। বাগানের জার্সিতে দেখা যাবে বিশ্বকাপার জেমি ম্যাকলারেনকে (Jamie Maclaren)। তাঁর সঙ্গে চূড়ান্ত কথাবার্তা সেরে ফেলেছে মোহনবাগান। আর কিছুদিনের মধ্য়েই ঘোষণা। জেমির আগমনী বার্তা দিলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত।

আরও পড়ুন: ডুরান্ড-সিএফএলে গোলবন্যা! তিনি জাতীয় দলের আগামীর সম্পদ, ডেভিড এখন লাল-হলুদের

দেবাশিস জি ২৪ ঘণ্টাকে বলেন, 'দেখুন জেমি ম্যাকলারেন অস্ট্রেলিয়ার এ-লিগে, বিগত পাঁচবছরের মধ্য়ে চারবারই গোল্ডেন বুট জিতেছে গতবছর বাদে। সর্বাধিক গোলই এসেছে ওঁর পা থেকে। অন্য়তম সেরা স্ট্রাইকারদের একজন। নিয়মিত বিশ্বকাপার। তাঁর সঙ্গে আমাদের কথাবার্তা চূড়ান্ত হয়ে গিয়েছে। আশা করছি কিছুদিনের মধ্য়েই ঘোষণা হয়ে যাবে। মোহনবাগান জনতা জানে যে, মোহনবাগান যাঁকেই চেষ্টা করে তাঁকেই পায়। আমরা চেষ্টা করেছি তাঁকে নেওয়ার। মোহনবাগানেই ম্য়াকলারেন খেলবে।'

৩০ বছরের ৫ ফুট ১০ ইঞ্চির স্ট্রাইকার ম্য়াকলারেন। ২০১৩ সালে তাঁর সিনিয়র কেরিয়ার শুরু। পার্থ গ্লোরি, পার্থ গ্লোরি এনপিএল, ব্রিসবেন রোর, ডার্মস্ট্য়াড, হিবারনিয়ান হয়ে তিনি ২০১৯ সালে আসেন মেলবোর্ন সিটি-তে। পাঁচবছর এই ক্লাবের জার্সিতে ফুল ফুটিয়েছেন তিনি। দেবাশিস দত্তই জানিয়েছেন যে, এ-লিগে  বিগত পাঁচবছরের মধ্য়ে চারবারই গোল্ডেন বুট জিতেছেন ম্য়াকলারেন। ম্য়াকলারেনে পুরুষদের এ-লিগের ইতিহাসে সর্বাধিক গোলদাতা। ১৫৪ রয়েছে তাঁর নামের পাশে। মেলবোর্ন সিটি-র সঙ্গে সাড়ে পাঁচ বছরের সম্পর্ক শেষ করে ম্য়াকলারেন আসছেন ভারতীয় ফুটবলের স্বাদ নিতে। 

আরও পড়ুন: 'আচমকাই সব চলে গেল'! পর্দায় টেনিস রাজার গল্প, অনুরাগীদের ইঙ্গিত অল্প!

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.