এক বোলার অধিনায়কের লজ্জার বিশ্বরেকর্ড

ক্রিকেট হল রেকর্ডের খেলা। প্রায় প্রতিদিনই বাইশ গজে নতুন কোনও রেকর্ড ভাঙা-গড়ার খেলা চলে। কিন্তু কিছুকিছু রেকর্ড থাকে  যে রেকর্ডগুলো ভেঙে গেল খারাপই লাগে। আসলে লজ্জার রেকর্ডগুলো এমনই হয়। এই যেমন শনিবার, বুলাওয়ে টেস্টে যা হল সেটা আর কোন অধিনায়কই বা চাইবেন। একেবারে একপেশেভাবে চলছে বুলাওয়েতে নিউজিল্যান্ড-জিম্বাবোয়ে টেস্ট।

Updated By: Jul 31, 2016, 11:18 AM IST
এক বোলার অধিনায়কের লজ্জার বিশ্বরেকর্ড

ওয়েব ডেস্ক: ক্রিকেট হল রেকর্ডের খেলা। প্রায় প্রতিদিনই বাইশ গজে নতুন কোনও রেকর্ড ভাঙা-গড়ার খেলা চলে। কিন্তু কিছুকিছু রেকর্ড থাকে  যে রেকর্ডগুলো ভেঙে গেল খারাপই লাগে। আসলে লজ্জার রেকর্ডগুলো এমনই হয়। এই যেমন শনিবার, বুলাওয়ে টেস্টে যা হল সেটা আর কোন অধিনায়কই বা চাইবেন। একেবারে একপেশেভাবে চলছে বুলাওয়েতে নিউজিল্যান্ড-জিম্বাবোয়ে টেস্ট।

আরও পড়ুন-ও.ইন্ডিজ অলআউট ১৯৬, অশ্বিনের ৫, ভারত ১২৬/১

প্রত্যাশিতভাবেই জিম্বাবোয়েকে নিয়ে একেবারে ছেলেখেলা করছে নিউজিল্যান্ড। তৃতীয় দিনের খেলে শেষেই পরিষ্কার আজই একেবারে রেকর্ড ব্যবধানে এই টেস্ট জিততে চলেছে নিউজিল্যান্ড। সেই টেস্টেই লজ্জার বিশ্বরেকর্ড গড়লেন জিম্বাবোয়ের অধিনায়ক গ্রেম ক্রেমার। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ৫৩ ওভার বল করলেন স্পিনার অধিনায়ক ক্রেমার। দিলেন ১৮৭ রান, নিলেন মাত্র একটি উইকেট। টেস্টের একটা ইনিংসে আজ পর্যন্ত কোনও বোলার অধিনায়ক এত রান দেননি। ক্রেমার ভাঙলেন নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেত্তোরির রেকর্ড। ২০১০ সালে দেশের অধিনায়ক থাকাকালীন এক টেস্টের একটি ইনিংসে ১৭৮ রান দিয়েছিলেন ভেত্তোরি।

প্রথম ইনিংসে জিম্বাবোয়ে অলআউট হয়ে যায় ১৬৪ রানে। নিউজিল্যান্ড ৬ উইকেটে ৫৭৬ তোলার পর ডিক্লেয়ার ঘোষণা করে। দ্বিতীয় বার ব্যাট করতে নেম জিম্বাবোয়ে ১২১ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়েছে। ক্রেমাররা এখন ২৯১ রানে পিছিয়ে।

Tags:
.