বিরাটের চাপেই বাড়ছে ক্রিকেটারদের টাকা
ক্রিকেট মাঠে শুধু আক্রমণাত্মক নন। মাঠের বাইরেও তিনি আক্রমণাত্মক তা বিসিসিআইকে বুঝিয়ে দিলেন বিরাট কোহলি। বিরাটের জোরালো সওয়ালে ক্রিকেটারদের টাকা বাড়ানোর বিষয়টি মেনে নিতে বাধ্য হলেন প্রশাসনিক কমিটির প্রধান বিনোদ রাই।
নিজস্ব প্রতিবেদন : ক্রিকেট মাঠে শুধু আক্রমণাত্মক নন। মাঠের বাইরেও তিনি আক্রমণাত্মক তা বিসিসিআইকে বুঝিয়ে দিলেন বিরাট কোহলি। বিরাটের জোরালো সওয়ালে ক্রিকেটারদের টাকা বাড়ানোর বিষয়টি মেনে নিতে বাধ্য হলেন প্রশাসনিক কমিটির প্রধান বিনোদ রাই।
আরও পড়ুন- বোর্ডের কাছে ক্রিকেটারদের বেতন বাড়ানোর দাবি জানাবেন বিরাট!
নিজেদের দাবি দাওয়া আদায় করেই ছাড়লেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। বোর্ড আইপিএলের সম্প্রচার সত্ত্ব বিক্রি করে বিরাট অঙ্কের টাকা পেতেই নিজেদের টাকা বাড়ানোর দাবি তুলেছিলেন বিরাটরা। বৃহস্পতিবার বোর্ডের প্রশাসক বিনোদ রাইয়ের সঙ্গে বৈঠকে বসেছিলেন বিরাট, ধোনি আর রবি শাস্ত্রী। তাঁদের দাবি মেনে নেন বিনোদ রাই। পাশাপাশি ঠাসা ক্রীড়াসূচি নিয়ে কোহলির ক্ষোভের কথা শুনে প্রতিকারের ব্যবস্থা করেছেন রাই। তাঁর নির্দেশে ইংল্যান্ড সফরে দু'সপ্তাহ আগে যাবে টিম ইন্ডিয়া।