চ্যাম্পিয়ন্স লিগে কিক-অফের আগেই গ্রিসের অলিম্পিক্স স্টেডিয়ামে বিস্ফোরণ
দুই ক্লাবের সমর্থকদের মধ্যে সংঘর্ষের পাশাপাশি পুলিশের সঙ্গেও সংঘর্ষে জড়িয়ে পড়েন সমর্থকেরা।
নিজস্ব প্রতিবেদন : গ্রিসের অলিম্পিক্স স্টেডিয়ামে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে এইকে এথেন্স বনাম আয়াক্স ম্যাচ শুরু হওয়ার আগে স্টেডিয়ামের মধ্যে পেট্রোল বোমা বিস্ফোরণ হয়। আয়াক্স সমর্থকদের লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছিল বলে অভিযোগ। দুই ক্লাবের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ফলে বেশ কয়েকজন সমর্থক আহত হয়েছে।
" Ajax's Champions League trip to AEK Athens descended into chaos after a petrol bomb exploded inside the stadium and visiting fans were embroiled in bloody clashes with police. .. https://t.co/2DOHnju4Gc pic.twitter.com/XQvMkWlKaK
— Soccer News (@socnew1) November 27, 2018
আয়াক্স সমর্থকদের গ্যালারি লক্ষ্য করে পেট্রোল বোমা ছোঁড়েন হোম টিমের সমর্থকরা। গুরুত্বপূর্ণ ম্যাচে কিক-অফের বাঁশি বাজার আগেই ভয়ঙ্কর এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে। পুরো ঘটনায় স্বাভাবিকভাবেই রোষের মুখে পড়েছে এইকে এথেন্স সমর্থকেরা। ঘটনায় বেশ কয়েকজন আয়াক্স সমর্থক জখম হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। দুই ক্লাবের সমর্থকদের মধ্যে সংঘর্ষের পাশাপাশি পুলিশের সঙ্গেও সংঘর্ষে জড়িয়ে পড়েন সমর্থকেরা। এমনকী, দুই দলের ফুটবলারদের মধ্যে কেউ কেউ সমর্থকদের শান্ত থাকার আবেদন জানাতে মাঠে নেমে পড়েছিলেন। শেষ পর্যন্ত পুলিশ ম্যাচ শুরু হওয়ার আগে অশান্তি থামায়।
আরও পড়ুন - রোমাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় রিয়াল মাদ্রিদ, নকআউট পর্বে রোমাও
এই সংঘর্ষের প্রভাব অবশ্য ম্যাচে কোনও প্রভাব পড়েনি। বিরতিতে স্টেডিয়ামেও প্রচুর বাজি ফাটতে দেখা গিয়েছে। ম্যাচটি শেষ পর্যন্ত ২-০ গোলে জেতে আয়াক্স। প্রসঙ্গত শনিবার কোপা লিবার্তাদোরেস ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচ শুরু হওয়ার কথা ছিল রিভার প্লেটের হোম গ্রাউন্ড মনুমেন্টাল স্টেডিয়ামে। কিন্তু রিভার প্লেট সমর্থকরা স্টেডিয়ামে ঢোকার মুখে চিরপ্রতিদ্বন্দ্বী বোকা জুনিয়র্সের টিম বাসে হামলা চালায়। সেই ঘটনার পর এরপর মঙ্গলবারের এই ঘটনা ফুটবল হুলিগানসদের তালিকায় নতুন সংযোজন। এই ঘটনার পর বড় ধরণের শাস্তির মুখে পড়তে পারে এইকে এথেন্স ক্লাবটি।