মোহনবাগানকে আই লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করে দিল AFC
এএফসি-র এই ঘোষণার পর সবুজ-মেরুনের হাতে আই লিগ ট্রফি দিতে আর কোনও বাধা রইল না ফেডারেশনের।
নিজস্ব প্রতিবেদন: করোনা সংক্রমনে থমকে গেছে আই লিগ। আই লিগের ফিরতি ডার্বিও এখনও হয়নি। তার মধ্যেই মোহনবাগানকে আই লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করে দিল এশীয় ফুটবলের সর্বময় সংস্থা এএফসি।
ফেডারেশন সচিব কুশল দাসকে পাঠানো চিঠিতে এএফসি সচিব দাতো উইন্ডসর জন আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন মোহনবাগানকে। এএফসি-র এই ঘোষণার পর সবুজ-মেরুনের হাতে আই লিগ ট্রফি দিতে আর কোনও বাধা রইল না ফেডারেশনের।
গত মঙ্গলবার আইজলকে হারিয়ে ১৬ ম্যাচে ৩৯ পয়েন্টে পৌঁছে গেছে সবুজ-মেরুন। অন্য দলের পক্ষে বেইটিয়াদের আর ধরা সম্ভব নয়। ফেডারেশন পরিকল্পনা করেছে মোহনবাগানের শেষ হোম ম্যাচে বেইটিয়াদের হাতে আই লিগ ট্রফি তুলে দেওয়া হবে। আর মাঠ দর্শকশূন্য থাকলে মোহনবাগান ক্লাবে গিয়ে ট্রফি দেওয়া হবে।
.@theafcdotcom congratulates ' @FCGoaOfficial, @Mohun_Bagan and @ATKFC for winning season titles’
Read https://t.co/F5Z50hdHsY#IndianFootball pic.twitter.com/N4fnHrRhSj
— Hero I-League (@ILeagueOfficial) March 16, 2020
মোহনবাগানের মতই আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার জন্য এটিকে আর আইএসএলের গ্রুপ লিগে চ্যাম্পিয়ন হওয়ার জন্য এফ সি গোয়াকেও অভিনন্দন জানানো হয়েছে এএফসি-র তরফে।
আরও পড়ুন - ISL চ্যাম্পিয়ন ATK,আই লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান; গাঁটছড়া বাঁধায় এএফসি কাপে কী হবে?