চেন্নাই এবং রাজস্থানকে আইপিএলে স্বাগত জানাল বিসিসিআই
ওয়েব ডেস্ক: আইপিএলের ইতিহাসের সবথেকে সফল দল চেন্নাই সুপার কিংস এবং প্রথম আইপিএলের চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালসকে আইপিএলে ফেরার জন্য স্বাগত জানালো বিসিসিআই। ম্যাচ ফিক্সিংয়ের অপরাধে দু'বছরের জন্য নির্বাসিত ছিল এই দুই দল। ২০১৬ এবং ২০১৭ সালের আইপিএলে খেলতে পারেনি চেন্নাই এবং রাজস্থান। দু'বছর শেষ হয়ে যাওয়াতে তাদের উপর থেকে এবার নির্বাসনের শাস্তি উঠে যাচ্ছে। আরও একবার রঙিন আইপিএলের মঞ্চে দেখা যাবে হলুদ এবং নীল জার্সির ঝলক।
আরও পড়ুন আজ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচ ভারতের মহিলা ক্রিকেট দলের
বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, 'দুই ফ্র্যাঞ্চাইজিই তাদের দু'বছরের নির্বাসন কাটিয়ে উঠেছে। এবার দুই দলকেই আগামী আইপিএলে খেলতে দেখা যাবে।' প্রসঙ্গত, মাঝের দুটো আইপিএলে চেন্নাই এবং রাজস্থানের বদলে পুনে এবং গুজরাটকে খেলতে দেখা গিয়েছিল।
আরও পড়ুন সাদা অন্তর্বাস না পড়ায় বিপাকে পড়লেন জুনিয়র উইম্বলডনের দুই খেলোয়াড়