রাজস্থান রয়্যালসের নেতৃত্ব ছাড়লেন স্মিথ
রবিবার রাজস্থান রয়্যালসের তরফে জানানো হয়, "বোর্ডের নির্দেশের অপেক্ষায় রয়েছি আমরা। স্মিথ সরলে রয়্যালসের নেতা হবেন আজিঙ্কে রাহানে।"
নিজস্ব প্রতিবেদন : কেপ টাউন টেস্টে বল বিকৃতি কাণ্ডে আগেই অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব ছাড়েন স্টিভ স্মিথ। স্মিথকে এক ম্যাচ নির্বাসিতও করেছে আইসিসি। তখনই আশঙ্কা করা হয়েছিল, যে এবার আইপিএল-এ রাজস্থান রয়্যালসের নেতৃত্ব হারাতে পারেন স্টিভ।
#BREAKING Australia's Steve Smith steps down as Royals captain in Indian Premier League after scandal - club
— AFP news agency (@AFP) March 26, 2018
রাজস্থান ফ্র্যাঞ্চাইজিও গোটা বিষয়টির দিকে নজর রাখার পাশাপাশি বিসিসিআইয়ের সঙ্গে যোগাযোগ রাখে। রবিবার রাজস্থান রয়্যালসের তরফে জানানো হয়, "বোর্ডের নির্দেশের অপেক্ষায় রয়েছি আমরা। স্মিথ সরলে রয়্যালসের নেতা হবেন আজিঙ্কে রাহানে।"
আরও পড়ুন- বল বিকৃতি কাণ্ডে আজীবন নির্বাসন হতে পারে স্মিথের!
শেষমেশ রাজস্থান রয়্যালসের নেতৃত্ব থেকেও সরেই দাঁড়ালেন স্টিভ স্মিথ। স্মিথের অবর্তমানে আসন্ন আইপিএলে রাজস্থানের নেতা যে আজিঙ্কে রাহানেই সোমবার কর্তৃপক্ষ সে কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েও দিয়েছে।
Rajasthan Royals appoint @ajinkyarahane88 as the captain for #IPL2018
“The game is bigger than any individual and we hold this thought close to our heart.”- Manoj Badale , the co-owner of Rajasthan Royals
Read more: https://t.co/qBQbgUFb2u pic.twitter.com/iy3sMVWlc1
— Rajasthan Royals (@rajasthanroyals) March 26, 2018